আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (২৫তম ব্যাচ) ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজে (৯ম ব্যাচ)। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।
ভর্তির আবেদনের বিস্তারিত নির্দেশাবলী
বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ( AFMC)-এর এএমসি ক্যাডেট (যারা বাধ্যতামূলকভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে) ও এএফএমসি ক্যাডেট ক্যাটাগরিতে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত বেসরকারি ০৫ (পাঁচ)টি আর্মি মেডিকেল কলেজে অভিন্ন প্রক্রিয়ায় 2022 – 2023 শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে।
- অনলাইনে আবেদন শুরুঃ ১৩-০২-২০২৩ খ্রি., সোমবার ( সকাল ১১.০০ টা)
- অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ২৩-০২-২০২৩ খ্রি:, বৃহস্পতিবার (রাত ১১.৫৯ মি.)
- আবেদনপত্র ফিঃ ১০০০/- (এক হাজার টাকা) অফেরতযোগ্য।
- অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখঃ অনলাইনে আবেদনের সময় হতে পরবর্তী ২৪ ঘন্টা।
- ভর্তি পরীক্ষার তারিখঃ ১১-০৩-২০২৩ খ্রি.; শনিবার (বিকাল ৩-৪ টা পর্যন্ত, মোট ১ ঘন্টা)
২. ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে এবং নিম্নলিখিত শর্তাধীনে এমবিবিএস কোর্সে ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তির যোগ্যতাঃ
১. এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরিঃ ২০১৯ / ২০২০ সনে এসএসসি/সমমান পরীক্ষা এবং ২০২১/২০২২ সনে এইচএসসি/সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদেরকে মোট জিপিএ ১০.০০ প্রাপ্ত হতে হবে।
২. এএফএমসি-এর এএফএমসি ক্যাডেট ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ক্যাডেট ক্যাটাগরিঃ ২০১৯/২০২০ সনে এসএসসি/সমমান পরীক্ষা এবং 2021/2012 সনে এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের ন্যূনতম মোট জিপিএ ৯.০০ থাকতে হবে। শুধুমাত্র ‘উপজাতীয়’ প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম ৮.০০ গ্রহণযোগ্য হবে। তবে কোন অবস্থাতেই উপজাতীয় প্রার্থীর এসএসসি/সমমান অথবা এইচএসসি/সমমান পরীক্ষায় কোন একটিতে জিপিএ ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য হবে না।
৩. শর্ত থাকে যে, এইচএসসি/সমমান পরীক্ষায় পাশের পূর্ববর্তী ০২ (দুই) বছরের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ হতে হবে।
৪. সকলের ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৪.০০ হতে হবে।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তির আবেদনের পদ্ধতিঃ
ভর্তির আবেদনপত্র অনলাইনে ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ (সকাল ১১.০০ টা) হতে ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ (রাত ১১.৫৯ মি.) পর্যন্ত পাওয়া যাবে। আবেদনপত্র প্রাপ্তির ওয়েব ঠিকানা http://afmc.teletalk.com.bd ।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তির লিখিত পরীক্ষাঃ
ভর্তির লিখিত পরীক্ষা ঢাকা সেনানিবাস সহ মোট ৬টি সেনানিবাসে আগামী ১১ মার্চ ২০২৩ তারিখ শনিবার বিকাল ০৩.০০ টা হতে বিকাল ০৪.০০ টা পর্যন্ত (মোট ১ ঘন্টা) অনুষ্ঠিত হবে। প্রার্থীকে প্রবেশপত্রে উল্লেখিত সেনানিবাসে নির্দিষ্ট কেন্দ্রে (যা তিনি আবেদনের সময় পছন্দ করেছেন) অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর।
- বিষয়ভিত্তিক নম্বর বিভাজন:
- পদার্থবিজ্ঞান = ৩০,
- রসায়ন = ৩০,
- জীববিজ্ঞান = ৩০,
- ইংরেজী = ০৫,
- সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) = ০৫।
সিলেবাস : এইচএসসি/সমমান।
- লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে এবং লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৪০ এর কম নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভূক্ত করা হবে না।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি প্রার্থী মূল্যায়ন পদ্ধতিঃ
- এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবে।
- এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুন = ৭৫ নম্বর (সর্বোচ্চ)
- এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুন = ১২৫ নম্বর (সর্বোচ্চ)
- MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা = ১০০ নম্বর
- মোট নম্বর = ৩০০
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তির লিখিত পরীক্ষার ফলাফলঃ
- লিখিত পরীক্ষার ফলাফল http://afmc.teletalk.com.bd ও www.afmc.edu.bd ওয়েব সাইটে ও কলেজের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে এবং ফর্মে দেওয়া প্রার্থী ও অভিভাবকের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে অবগত করা হবে।