বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর এজিএম (ওএন্ডএম-পিএন্ডএম-ইএন্ডসি) পদের লিখিত (Written) পরীক্ষার ফলাফল। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি) পদে লোকবল নিয়োগের লক্ষ্যে অদ্য ১২/০২/২০২৩ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত লিখিত (রচনামূলক) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণের মধ্য থেকে মৌখিক সাক্ষাৎকার পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণের (রোল নম্বর অনুযায়ী) মৌখিক সাক্ষাৎকার পরীক্ষার তারিখ, সময় এবং স্থান নিম্নে উল্লেখ করা হলো।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এজিএম লিখিত পরীক্ষার ফলাফল ২০২৩
মৌখিক সাক্ষাৎকারের সময় অবশ্যই নিম্নেবর্ণিত ডকুমেন্ট দাখিল/ প্রদর্শন করতে হবেঃ
১) MCQ পরীক্ষার প্রবেশপত্র;
২) Online এ আবেদন ফরম পূরণের পর প্রাপ্ত Applicant’s Copy ( Hard Copy) – ২ কপি
৩) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট;
৪) জাতীয় পরিচয়পত্র;
৫) নাগরিকত্ব সনদপত্র;
৬) সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র;
৭) মৌখিক সাক্ষাৎকারের সময় মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে কোটা সংশ্লিষ্ট মূল সনদ ও প্রমাণক দাখিল এবং প্রদর্শন করতে হবে;
৮) প্রার্থীকে উপরে বর্ণিত সনদের ০২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি অবশ্যই জমা প্রদান করতে হবে (সত্যায়নকারীকে অবশ্যই ১ম শ্রেণীর কর্মকর্তা হতে হবে)।