পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) পদের A TO Z তথ্য। পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) পদের কাজ কী?পরীক্ষার ধরনঃ এমসিকিউ (৭০ মার্ক)। [চূড়ান্ত ফলাফলের পর ১৮মাস ব্যাপি প্রশিক্ষণ। তারপর বাছাই পরীক্ষার মাধ্যমে এবং পদশূন্য সাপেক্ষে চূড়ান্ত প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে]
Read More:
- Family Welfare Visitor Questions Solution 2023
- ইউজার আইডি ও পাসওয়ার্ড রিকভারি ২০২৩
- FWV Admit Card 2023
পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ বিষয়াদিঃ
- পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ১৮ (আঠারো) মাস ব্যাপী ১৮টি মডিউলের উপর মৌলিক প্রশিক্ষণ প্রদান করা। (দু একটি কম বেশি হতে পারে)
পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ মডিউলগুলি হলঃ
- (১) এনাটমি ও ফিজিওলজী।
- (২) ফার্মাকোলজী।
- (৩) যোগাযোগ।
- (৪) ডায়রিয়া।
- (৫) ই পি আই।
- (৬) এ আর আই।
- (৭) শিশুর ক্রমবৃদ্ধি- পর্যবেক্ষণ ও পরামর্শ দান।
- (৮) পুষ্টির অভাব জনিত রোগ।
- (৯) গর্ভবতীর যত্ন।
- (১০) প্রসবকালীন যত্ন।
- (১১) প্রসবোত্তর যত্ন।
- (১২)পরিবার পরিকল্পনা।
- (১৩) সাধারণ স্ত্রী রোগ।
- (১৪) প্রাথমিক চিকিৎসা।
- (১৫) ধাত্রী প্রশিক্ষণ।
- (১৬) ব্যবস্থাপনা।
- (১৭) স্যাটেলাইট ক্লিনিক।
- (১৮) দ্বিতীয় ও তৃতীয় পর্যায় মাঠ প্রশিক্ষণ ।
তাছাড়া রয়েছে একটি কোর্স পরিচিতি ও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য একটি চেকলিস্ট বই।
১৮ মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পরিবার কল্যাণ পরিদর্শিকাদের কাজঃ
- উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত পরিবার পরিকল্পনা ক্লিনিক, ইউনিয়ন পর্যায়ে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে , জেলা পর্যায়ে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, গ্রাম পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিকে ও অন্যান্য সরকারী ও বেসরকারী ক্লিনিকে অবস্থান করে জাতীয় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সম্পর্কিত সকল প্রকার সেবা প্রদান করা।
উল্লেখিত বিষয়াদি সম্পর্কেই সাধারণত প্রশিক্ষণ হয়। এছাড়াও নিম্নলিখিত ছোটখাটো বিষয়াদির উপর প্রশিক্ষণ হতে পারে সেগুলো নিচে তুলে ধরা হলোঃ
- ১৮ মাস ব্যাপী মৌলিক প্রশিক্ষণ ছাড়াও ৬ মাস ব্যাপী মিডওয়াইফারী প্রশিক্ষণ সহ প্রয়োজনভিত্তিক অন্যান্য সতেজীকর প্রশিক্ষণ ও এফ,ডব্লিউ,ভি,টি,আই থেকে প্রদান করা হয়। এছাড়াও মাঠ পর্যায়ে কর্মরত প্যারামেডিক্স ও বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের কর্মসূচী ভিত্তিক প্রকার মৌলিক ও সতেজীকরণ প্রশিক্ষণ প্রদান করা হয়। ১৮ মাসের মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পূর্ণ ও বাংলাদেশে নার্সিং কাউন্সিল হতে সনদ প্রাপ্তির পর শূন্যপদ থাকা সাপেক্ষে সপেক্ষে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ প্রদান করা হয়।