এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৪ – ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী। এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৩ – ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী।  ফলাফল পুনঃনিরীক্ষণের সময়কাল ০৯/০২/২০২৩ থেকে ১৫/০২/২০২৩ তারিখ পর্যন্ত শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ।

 

এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৪ – ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী

এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলীঃ

  • মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে রোল নম্বর লিখে আবার <Space> দিয়ে Subject Code লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
  • ফিরতি SMS-এ একটি PIN Number প্রদান করা হবে। অত:পর Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে Yes লিখে <Space> দিয়ে PIN Number লিখে <Space> দিয়ে Contact Mobile No. (যেকোন অপারেটরের মোবাইল নম্বর) লিখে 16222 নম্বরে SMS করতে হবে ।

উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের (যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে) জন্য আবেদন করা যাবে।

সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়ের ১ম পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন- পদার্থ ও রসায়ন দু’টি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> DIN< Space > Roll Number <Space> 174,176 লিখতে হবে।

দ্বি-পত্র বিশিষ্ট বিষয়ের ১ম পত্রের আবেদন করতে হবে। ১ম পত্রের আবেদন করলে ২য় পত্রের আবেদনও বিবেচিত হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য ৩০০/- (তিনশত) টাকা হারে ফি প্রযোজ্য হবে। ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না।

Example :

1st Step :
RSC<Space>DIN<Space>Roll No <Space> Subject Code & Send to 16222

2nd Step :
RSC<Space>YES<Space>PIN<Space>Contact Mobile No & Send to 16222

Keywords for Education Board:

  1. Dhaka – Dha
  2. Barishal – Bar
  3. Chittagong – Chi
  4. Comilla- Com
  5. Jessore- Jes
  6. Rajshahi – Raj
  7. Sylhet- Syl
  8. Dinajpur – Din
  9. Mymensingh – Mym
  10. Madrasah – Mad
  11. Technical-Tec

 

যাদের রেজাল্ট খারাপ হয়েছে বা ফেল করেছো তাদের উদ্দেশ্যে বলি। হতাশ হওয়ার কিছু নাই। মানুষ কখনো হারে না হয় সে জিতে না হয় শিখে। আল্লাহ্ উত্তম পরিকল্পনাকারী। মনে রাখবা রেজাল্টা বা পরিক্ষার খাতা কখনো ভাগ‍্য নির্ধারণ করেনা। খারাপ হয়েছে পরিবার আত্মীয়স্বজন অনেকে অনেক কথাই বলবে অনেক সমালোচনা করবে এই সমালোচনাগুলোকে তুমি শক্তিতে রূপান্তর করে নিয়ে নিজেকে এক মানসিক ভাবে শক্তিশালী মানব হিসাবে তৈরি করো। আল্লাহর উপর তাওয়াক্কুল করো। নিশ্চয়ই আল্লাহ্ উত্তম পরিকল্পনাকারী। কখনো হাল ছেড়ে দিওনা। তাহলে নিজেই নিজেকে ভেঙে ফেললে। মনে রাখবা যেমন পড়াশুনা করেছো ঠিক তেমন ফলাফল পেয়েছো ও আল্লাহ্ যা করেন ভালো জন্য করেন ইনসাআল্লাহ্ সামনে ভালো হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Dhaka Board HSC Result 2023 marksheet with number

HSC Result 2024 Education Board Result Marksheet with Number

HSC Result 2024 All Board With Marksheet. HSC Result 2024 will be released on 15th …