মেরিন ফিশারিজ একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১৬ জানুয়ারি ২০২৩ তারিখের ছাড়পত্র সংখ্যা ৩৩.০০.০০০০.১২৮.১১.০০৮.১৯-১২ মোতাবেক মেরিন ফিশারিজ একাডেমির অধীনে নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
মেরিন ফিশারিজ একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
২। প্রার্থী যদি কোন বিদেশি নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অথবা কোন বিদেশি নাগরিককে বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তবে তিনি নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।
৩। প্রার্থীর বয়স ২৮/০২/২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৪। আবেদন ফর্ম সরকারি ওয়েবসাইট www.forms.mygov.bd অথবা মেরিন ফিশারিজ একাডেমির ওয়েবসাইট www.mfacademy.gov.bd এর Notice Board লিংক হতে download করে সংগ্রহ করা যাবে।
৫। আবেদনপত্র আগামি ২৮/০২/২০২৩ তারিখের মধ্যে, অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, মৎস্য বন্দর, চট্টগ্রাম-৪০০০ বরাবরে হাতে হাতে/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসযোগে পৌঁছাতে হবে।
৬। সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণযোগ্য নহে।
৭। নিয়োগ পরিক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত টাকা) ট্রেজারী চালানের মাধ্যমে “১-৪৪৩২-০০০১-২০৩১” কোডে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা করে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
৮। নিয়োগ পরিক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
৯। অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল করা হবে।
১০। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।