খুলনা ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৩। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (উৎপাদন)- ক্রয় কর্মকর্তা- উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)- পদের পরীক্ষা ১৮-০২-২০২৩ এবং মার্কেটিং সহকারী- মেশিন অপারেটর- সাহায্যকারী- পদের পরীক্ষা ১৭-০২-২০২৩ তারিখ। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা এর বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ২ নং কলামে বর্ণিত পদে বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি ও স্থান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
খুলনা ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৩
- ক্রমিক নং-৪, ৫ ও ৬ পর্যন্ত (মার্কেটিং সহকারী, মেশিন অপারেটর ও সাহায্যকারী) পদের লিখিত পরীক্ষার পর খাতা মূল্যায়ন শেষে ঐদিনই লিখিত পরীক্ষার ফলাফল বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর ওয়েবসাইটে (www.bcsl.gov.bd) ও ফেইজবুক পেইজে(www.facebook.com/bcslkhulna) প্রকাশ করা হবে।
- ফলাফল প্রকাশের পরপরই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একই দিনে এ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, শিরোমনি, খুলনাতে ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
- ক্রমিক নং-১, ২ ও ৩ পর্যন্ত [সহকারী ব্যবস্থাপক(উৎপাদন), ক্রয় কর্মকর্তা ও উপ-সহকারী প্রকৌশলী(যান্ত্রিক)] পদের লিখিত পরীক্ষার পর খাতা মূল্যায়ন শেষে ঐদিনই লিখিত পরীক্ষার ফলাফল বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর ওয়েবসাইটে ও ফেইজবুক পেইজে প্রকাশ করা হবে।
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী দিন অর্থাৎ ১৯-০২-২০২৩ খ্রিঃ তারিখ রবিবার সকাল ০৯:০০ ঘটিকায় এ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, শিরোমনি, খুলনাতে ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
- মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত সনদপত্র, অভিজ্ঞতা ও অন্যান্য কাগজপত্রের মূলকপি অবশ্যই সঙ্গে রাখতে হবে।
- বিবেচিত প্রার্থীদের বর্তমান ঠিকানায় রেজিস্ট্রিকৃত ডাকযোগে লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়েছে এবং তালিকা এ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
- ডাকযোগে প্রবেশপত্র পাওয়া না গেলে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রদানপূর্বক পরীক্ষার পূর্বদিন পর্যন্ত সকাল ০৮:০০ ঘটিকা হতে বিকেল ০৫:০০ ঘটিকার মধ্যে এ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।