বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর বিভিন্ন পদের মৌখিক সাক্ষাৎকার সংক্রান্ত নোটিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ-এর জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল), জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল), প্রি- প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিঃ টেইলর কাম আপহোলস্টার এবং জুনিয়র এমটি মেকানিক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার নিম্নবর্ণিত তারিখ ও সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ-এর প্রধান কার্যালয়, বলাকা ভবনের ৪র্থ তলায় মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

 

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩

l-UVEhyx-Afw7-NMjjq-Ex-VV

Kikv-Ft-Ie-J4p7z862d-UCR

 

 

 

উত্তীর্ণ প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্টসসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বকমাস্ক পরিহিত অবস্থায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে:

  • ১. লিখিত পরীক্ষার এডমিট কার্ডের কালার প্রিন্ট (০২ কপি)।
  • ২. টেলিটক প্রদত্ত এ্যাপ্লিকেন্ট কপি (কালার প্রিন্ট)।
  • ৩. পাসপোর্ট সাইজের সত্যায়িত ০৪ কপি ছবি।
  • ৪. জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
  • ৫. মেয়র/চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
  • ৬. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
  • ৭. নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/ট্রেড কোর্স/অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদপত্রের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
  • ৮. অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্টস (যদি থাকে) এর মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …