কারা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার কেন্দ্রতালিকা ২০২৪

কারা অধিপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে শরীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১১.০২.২০২৩ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকায় ঢাকার নিম্নে উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার এডমিট কার্ড prison.teletalk.com.bd থেকে প্রিন্ট (রঙ্গিন কপি) করে সাথে নিয়ে এডমিট কার্ডে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রে নিম্নবর্ণিত শর্তাধীনে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।

 

Read More: prisons directorate admit card download 2023

 

কারা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা ২০২৩

o6-W1ivpw2-Ue7-RDARos-QY

 

কারা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার শিক্ষা প্রতিষ্ঠানের নামঃ

  • ক। শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, নাজিমুদ্দীন রোড, ঢাকা-১১০০।
  • খ। আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, নাজিমুদ্দীন রোড, ঢাকা-১১০০।
  • গ। ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়, ৩, রাশেদ খান মেনন সড়ক (নিউ ইস্কাটন রোড), মগবাজার, ঢাকা-১০০০।
  • ঘ। মগবাজার গার্লস হাই স্কুল, ৫২, সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকা-১২১৭।

 

কারা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার শর্তসমূহঃ

১। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে;
২। এডমিট কার্ডের প্রিন্টেড কপি (রঙ্গিন) সাথে নিয়ে আসতে হবে;
৩। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা ব্যাগ, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লু-টুথ এবং টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেকট্রনিক ডিভাইস/যন্ত্রসহ প্রবেশ করতে পারবে না;
৪। পরীক্ষা শুরু হওয়ার পর কোন প্রার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না;
৫। পরীক্ষা শেষে সকল পরীক্ষার্থীর নিকট থেকে উত্তর পত্র গ্রহণ না করা পর্যন্ত কোন পরীক্ষার্থী আসন ত্যাগ করতে পারবে না;
৬ । যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …