পঞ্চদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২২ এর চূড়ান্ত ফলাফল। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগের উদ্দেশ্যে গৃহীত ১৫শ বিজেএস পরীক্ষা, ২০২২ এ সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ ও মনোনীত ১০৩ (একশত তিন) জন প্রার্থীর রোল নম্বরসমূহ মেধাক্রম অনুসারে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রকাশ করা হলো। উল্লেখ্য, ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম মেধা অধিকারী প্রার্থী একই নম্বর প্রাপ্ত হওয়ায় নিয়োগ সংক্রান্ত চ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১০০ জন প্রার্থীর সাথে অতিরিক্ত ০৩ জন প্রার্থীসহ মোট ১০৩ জন প্রার্থীকে মনোনীত করা হলো।
১৫শ বিজেএস নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩
২। কোনো প্রার্থী অসত্য তথ্য প্রদান বা তথ্য গোপন করলে বা তার যোগ্যতার ঘাটতি থাকলে বা আবেদনপত্রে অন্য কোনো গরমিল পরিলক্ষিত হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে ।
৩। স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের উপস্থিতির স্থান ও তারিখ নির্ধারণপূর্বক যথাসময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট এ বিজ্ঞপ্তি প্রচার করা হবে । স্বাস্থ্য পরীক্ষায় অথবা প্রাক-পরিচয় যাচাই প্রতিবেদনে (Police Verification) কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত/বিবেচিত হলে ঐ প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
৪ । সাময়িক মনোনয়নকে নিয়োগপ্রাপ্তির অধিকার হিসাবে দাবী করা যাবে না ।
৫ । প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে বা যুক্তিসঙ্গত প্রয়োজনে কমিশন তা পরিবর্তন, পরিবর্ধন কিংবা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।