বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), গাজীপুর সেনানিবাস, গাজীপুর – ১৭০৩। ওয়েবসাইট-www.bof.gov.bd চাকুরীতে যোগদানের বিজ্ঞপ্তি।
গত ০১ এপ্রিল ২০২২ তারিখের দৈনিক ইত্তেফাক ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সংশ্লিষ্ট পদে নিয়োগের লক্ষ্যে বাছাইকৃত প্রার্থীগণের মধ্য হতে নিম্নোক্ত প্রার্থীগণের সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং ডিজিএফআই এর ছাড়পত্র পাওয়ার প্রেক্ষিতে তাদেরকে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ০১-০৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে যে কোন কর্মদিবসে সকাল ১০০০ ঘটিকায় চাকুরীতে যোগদানের উদ্দেশ্যে বিওএফ-এর উল্লাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩
প্রার্থীগন যোগদানের দিন যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনবেন :
- টেলিটক হতে ডাউনলোডকৃত আবেদনপত্রের মূলকপিসহ সকল শিক্ষাগত সনদের সত্যায়িত কপি- ০২টি করে, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি- ০২টি,
- নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি- ০২টি,
- চারিত্রিক সনদ- ০২ কপি,
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি- ০৩টি,
- নিয়োগ বিজ্ঞপ্তির কপি- ০২টি এবং
- ৩০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প।
বিঃ দ্রঃ সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ও ডিজিএফআই ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত অবশিষ্ট প্রার্থীগণকে পরবর্তীতে নিয়োগ করা হবে ।