পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ২০২৩

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৮.১০.২০২০ তারিখের স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির ৩৬ ক্যাটাগরি পদের মধ্য হতে নিম্নবর্ণিত ২৬ (ছাব্বিশ) ক্যাটাগরি পদের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা আগামী 21.01.2023 তারিখ বেলা ০৩.০০ ঘটিকায় ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১৮.01.20২৩ তারিখ থেকে পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত http://dgfp.teletalk.com.bd ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোডপূর্বক কালার প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Admit Card Download Link: http://dgfp.teletalk.com.bd

DGFP Exam Notice 2023 – dgfp.teletalk.com.bd

unnamed-2023-01-16-T192521-242

 

পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ২০২৩

Directorate-General-of-Family-Planning-1

যে যে পদের পদের পরীক্ষা হবেঃ পরিচ্ছন্নতা কর্মী, কুক হেলপার, নিরাপত্তা প্রহরী, এমএলএসএস/ নিরাপত্তা প্রহরী, রেকর্ড কিপার, স্টেরিলাইজার কাম মেকানিক, টিকেট ক্লার্ক, লিনেন কিপার, ওয়ার্ড মাস্টার, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, ক্যাশিয়ার, স্টোর কিপার, পরিসংখ্যান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গবেষণা সহকারী, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক, প্রধান সহকারী, ফিল্ড ট্রেইনার, কম্পিউটার অপারেটর, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, হেলথ এডুকেটর, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও), মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), সহকারী লাইব্রেরিয়ান এবং কিচেন সুপারভাইজার।

৩। পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত যেকোন সমস্যার দ্রুত সমাধানে সঠিক মাপের ছবি, স্বাক্ষর, আবেদনের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন এর কপি সংযুক্তিপূর্বক vas.query@teletalk.com.bd ইমেইলে ১৯.০১,২০২৩ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। এছাড়াও প্রবেশপত্র সংক্রান্ত যেকোন সমস্যা সমাধানে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা যেকোন অপারেটরের ফোন থেকে 0150012১১২১ নম্বরে কল করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

dgfp admit card 2022 - District Family Planning Admit Card and Exam Date

মাদারীপুর জেলা পরিবার পরিকল্পনা পরীক্ষার ফলাফল ২০২৪ – dgfp Madaripur Results

মাদারীপুর জেলা পরিবার পরিকল্পনা পরীক্ষার ফলাফল ২০২২ – dgfp Madaripur Results. মাদারীপুর জেলা পরিবার পরিকল্পনা …