২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২৩। এসএসসি পরীক্ষার মূল মার্কসিট প্রদান ২০২৩। চট্টগ্রাম বোর্ডে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মূল মার্কসিট (একাডেমিক ট্রান্সক্রিপ্ট) ১৯ জানুয়ারির মধ্যে কলেজে পৌঁছে যাবে। ২১ তারিখের পর শিক্ষার্থীরা স্কুল থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে পারবেন। একাদশ শ্রেণির ভর্তিতে অবশ্যই একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূলকপি কলেজে জমা দিতে হবে। (একাডেমিক ট্রান্সক্রিপ্ট পাওয়া সাপেক্ষে)।
এসএসসি পরীক্ষার মূল মার্কসিট প্রদান ২০২৩
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম-এর আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়সমূহের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী বিতরণ করা হবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা তাঁর প্রাধিকার প্রাপ্ত কোন শিক্ষকের (শিক্ষক ব্যতীত অফিস সহকারী অথবা অন্য কাউকে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রদান করা হবে না) মাধ্যমে বর্ণিত তারিখে অফিস চলাকালে শিক্ষাবোর্ড ভবনের ২য় তলা (২০২ নম্বর কক্ষ) থেকে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করার জন্য অনুরোধ করা হল। অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এর সংখ্যা গুণে গ্রহণ করতে হবে এবং কোন প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে গ্রহণের ৭ (সাত) দিনের মধ্যে মাধ্যমিক শাখা থেকে সংশোধন করে নিতে হবে।
উল্লেখ্য যে, নির্ধারিত তারিখে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করতে না পারলে উপযুক্ত কারণ উল্লেখপূর্বক
নিম্নস্বাক্ষরকারীর নিকট আবেদন করতে হবে।