বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) এর সম্প্রতি ৭ টি পদে মোট ১৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে।

 

বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

unnamed-85

বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ নিয়োগ শর্তাবলীঃ

১. আবেদনকারীকে অবশ্যই সাদা কাগজে লিখিত/টাইপকৃত দরখাস্ত দাখিল করিতে হইবে। আবেদনকৃত পদের নাম খামের উপরে স্পষ্টাক্ষরে লিখিতে হইবে।

২. দরখাস্তে আবেদনকারীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, বীর মুক্তিযোদ্ধার সন্তান কি না, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ইত্যাদি উল্লেখ করিতে হইবে।

 

৩. আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত কাগজপত্রাদি অবশ্যই সংযুক্ত করিতে হইবেঃ-

  • ক) জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদসহ অন্যান্য সকল সনদপত্রের সত্যায়িত কপি;
  • খ) স্থানীয় চেয়ারম্যান/পৌর সভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদ;
  • গ) প্রার্থীর আত্মীয় নহেন এমন একজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;
  • ঘ) প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
  • ঙ) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান হইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত যথাযথ সনদপত্রের সত্যায়িত কপি;
  • চ) প্রার্থী উপজাতীয় সম্প্রদায়ভুক্ত হইলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হইতে প্রাপ্ত সনদের কপি;

 

৩. এসএসসি বা সমমানের ও জেএসসি বা সমমানের পরীক্ষার সনদের ভিত্তিতে প্রার্থীর বয়সসীমা নির্ধারিত হইবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এর স্মারক নং-০৫.০০. ০০০০.১৭০.১১.০১৭.২০.১৪৯, তারিখ ২২-০৯-২০২২ইং অনুসারে প্রার্থীদের সর্বোচ্চ বয়সীমা ২৫-০৩-২০২০ইং তারিখ হইতে নির্ধারিত হইবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হইবে না;

৫। আবেদনপত্রে আবশ্যিকভাবে ই-মেইল এড্রেস ও মোবাইল/ফোন নম্বর উল্লেখ করিতে হইবে।

৬। নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারী বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) এর কর্মচারী চাকুরী প্রবিধানমালা অনুযায়ী নিয়ন্ত্রিত হইবেন ।

৭। প্রার্থী কর্তৃক দাখিলকৃত সনদপত্র/কাগজপত্র/প্রদত্ত কোন তথ্য অসত্য প্রমাণিত হইলে তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। চাকুরী প্রাপ্তির পরও যে কোন পর্যায়ে তাহার সনদপত্র/প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হইলে তাহাকে চাকুরী হইতে তাৎক্ষনিকভাবে বরখাস্ত করণসহ তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হইবে। বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত সনদের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক প্রদত্ত সমতাকরণ সনদ যুক্ত করিতে হইবে।

৮। চাকুরীর আবেদন পরিচালক, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি), বিএমআরসি ভবন, মহাখালী, ঢাকা-১২১২ এর সমীপে রেজিস্টার্ড ডাকযোগে অথবা সরাসরি পৌছাইতে হইবে। আবেদনপত্র সর্বশেষ ৩১ জানুয়ারী, ২০২৩ইং অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই পরিচালকের দপ্তরে পৌছাইতে হইবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন সমূহ সরাসরি বাতিল বলিয়া গণ্য হইবে এবং ফেরৎ দেওয়া হইবে।

৯। আবেদনপত্র সমুহ যথাযথভাবে বাছাইয়ের পর বৈধ প্রার্থীদের নিকট লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার নির্ধারিত প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হইবে। বিশেষ অবস্থার প্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র না পাওয়া গেলে বিএমআরসি অফিস হইতে প্রার্থীর স্ব-উদ্যোগে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করা যাইবে।

১০। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল সনদপত্র প্রদর্শন করিতে হইবে।

১১। সম্পূর্ণরূপে যোগ্যতা, নিরপেক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হইবে। যেকোন ব্যক্তিগত যোগাযোগ ও তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হইবে।

১২। সরকার কর্তৃক নির্ধারিত সকল কোটা নিয়োগকালীন সময়ে সর্বশেষ প্রচলিত নিয়ম সংরক্ষিত/প্রযোজ্য হইবে।

১৩। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হইবে না।

১৪। স্বাক্ষরবিহীন এবং অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিলযোগ্য বলে গন্য হইবে।

১৫। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …