ঢাকা ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষা ২০২৩। ডাক অধিদপ্তর, ঢাকা “কম্পিউটার অপারেটর” এবং “ডাটা এন্ট্রি অপারেটর” পদের ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষার সময়সূচি। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 26/05/2019 খ্রি: মূলে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটিতে উল্লিখিত পদসমূহের মধ্যে বিষয়ে বর্ণিত পদসমূহের ব্যবহারিক পরীক্ষা ০৩ জানুয়ারি, ২০২৩ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত রোল নম্বরধারীদের তালিকা ও মৌখিক পরীক্ষার সময়সূচি নিম্নরূপ।
ঢাকা ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষা ২০২৩
ঢাকা ডাক অধিদপ্তর মৌখিক পরীক্ষা ২০২৩
- মৌখিক পরীক্ষার তারিখ: ০৪ জানুয়ারি, 2023 খ্রি:
- মৌখিক পরীক্ষার সময়: সকাল ১০.০০ ঘটিকা হতে।
- মৌখিক পরীক্ষার স্থান: অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) এর সভাকক্ষ (কক্ষ নং: ৫১০, পঞ্চম তলা), ডাক অধিদপ্তর, ঢাকা-১২০৭।
নির্দেশনাসমূহ:
১। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীগণের নিকট পৃথক কোন এসএমএস প্রেরণ করা হবে না।
২। নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রবেশ পত্রে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী প্রার্থীদেরকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় Online applicant’s copy, শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য সকল যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), কোটার স্বপক্ষে প্রমাণ হিসেবে মূল সনদ, নিজের তিন কপি সত্যায়িত রঙীন ছবি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বোর্ডের সম্মুখে প্রদর্শন করতে হবে। মূল সনদসমূহের একসেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে।
৩। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি/ডিএ প্রাপ্য নয়।
৪। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।