বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-এর অধীন সংবিধিবদ্ধ সংস্থা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট-এর জন্য বিভিন্ন গ্রেডের নিম্নোক্ত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
Website Link: www.bffwt.gov.bd
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আবেদন শর্তাবলী ২০২৩
১. সচিব (উপসচিব), বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট (৫ম তলা), স্বাধীনতা ভবন, ৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ বরাবর লিখিত আবেদনপত্র আগামী ৩১-০১-২০২৩ খ্রি. তারিখে অফিস সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত ও হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না;
২. আবেদনপত্রে
- (ক) প্রার্থীর নাম
- (খ) পিতা/স্বামীর নাম
- (গ) মাতার নাম
- (ঘ) স্থায়ী ঠিকানা
- (ঙ) বর্তমান ঠিকানা
- (চ) ৩১-০১-২০২৩ খ্রি. তারিখে প্রার্থীর বয়স
- (ছ) জাতীয়তা
- (জ) বীর মুক্তিযোদ্ধার সন্তান কি-না
- (ঝ) ধর্ম
- (ঞ) শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, পাসের সন, বিভাগ/গ্রেড উল্লেখসহ)
- (ট) অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে)
- (ঠ) আবদনপত্রের সাথে পে-অর্ডারের মূল কপি সংযুক্ত করতে হবে;
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে:
- (ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের/সাময়িক সনদপত্রের ছায়ালিপি (প্রবেশপত্র/মার্কশিট গ্রহণযোগ্য নয়);
- (খ) সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
- (গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ (মূলকপি);
- (ঘ) জাতীয় পরিচয়পত্রের কপি;
আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে এবং প্রার্থী যে ঠিকানায় পত্র পেতে ইচ্ছুক সে ঠিকানা নামসহ উল্লেখপূর্বক ২০.০০ (বিশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকেটযুক্ত ফেরত খাম সংযুক্ত করতে হবে;
- ক্রমিক নম্বর ১-৪ পর্যন্ত ৬০০/- (ছয়শত) টাকা,
- ৫-৭ পর্যন্ত ৫০০/-(পাঁচশত) টাকা,
- ০৮ নম্বর ক্রমিকের জন্য ৩০০/-(তিনশত) এবং
- ০৯-১২ পর্যন্ত ১০০/-(একশত) টাকার পে-অর্ডার ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট’-এর অনুকূলে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে;
আগামী ৩১-০১-২০২৩ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ের মধ্যে হতে হবে। তবে ৫-১২ নম্বর ক্রমিকে বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে বিগত ২৫-০৩-২০২০ খ্রি. তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে, সে সকল প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন ;
মুক্তিযোদ্ধা কোটার (প্রযোজ্য গ্রেড পদে) ক্ষেত্রে মুক্তিযোদ্ধার পোষ্যদের বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সেক্ষেত্রে কোটার স্বপক্ষে দালিলিক প্রমাণাদি সংযুক্ত করতে হবে;
সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত সংস্থায় চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;
ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে;
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে;
লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোনো ভ্রমণ বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না;
নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান অনুসরণ করা হবে;
কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন;
যে কোন পর্যায় এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/প্রত্যাহারের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;
নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;
কোনো ধরণের ব্যক্তিগত যোগাযোগ/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।