মাস্টার্স শেষ পর্ব (প্রাইভেট) ভর্তি কনফার্ম হয়েছে কিনা যেভাবে চেক করবেন। মাস্টার্স প্রাইভেট ভর্তির প্রাথমিক আবেদন (Received) নিশ্চয়ন পদ্ধতি। মাস্টার্স শেষ পর্ব (প্রাইভেট) ভর্তি কনফার্ম হয়েছে কিনা যেভাবে চেক করবেন।
লিংকঃ nu.edu.bd/nu-web/msapplicant
- প্রবেশ করে Admission Roll No. এবং Pin দিয়ে লগইন করবেন।
- লগইন করার পর “View Application” এ ক্লিক করে সবুজ রং সম্বলিত “Received” লিখা থাকলে নিশ্চিত হবেন আপনার এডমিশন সম্পন্ন হয়েছে।
- যাদের এখনো Submitted লিখা আসবে, অবশ্যই কলেজে যোগাযোগ করে পেমেন্টের টান্সজেকশন আইডি, অনলাইন আবেদন ফর্মটি সাথে নিয়ে জানাতে হবে।
মাস্টার্স (প্রাইভেট) ভর্তির (Received) নিশ্চয়ন পদ্ধতি