একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও খরচ ২০২৩

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও খরচ ২০২৩। কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য বিষয় নিচে দেয়া হল। একাদশ শ্রেণির ভর্তির ফলাফল মেসেজে পাঠিয়ে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।   যাদের চান্স হয়েছে ১-৮ জানুয়ারির মধ্যে যেভাবে প্রাথমিক আবেদন ফি দিয়েছেন ঠিক একই পদ্ধতিতে ৩২৮ টাকা পেমেন্ট করে ভর্তি কনফার্ম করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীকে ১ থেকে ৮ জানুয়ারির মধ্যে ৩২৮ টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন করলে অটো মাইগ্রেশান চালু হয়ে যাবে। মাইগ্রেশানে সর্বদা উপরের দিকে যায়।

 

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও খরচ ২০২৩

আপনাদের সুবিধার জন্য একটি কলেজের ভর্তির তথ্য দেওয়া হলোঃ

 

আরও পড়ুনঃ

 

১) টাকাঃ 2000-8500/=, তবে কলেজভেদে ভিন্ন হতে পারে। আপনি যে কলেজে ভর্তি হবেন সে কলেজে ভর্তির সময় কত টাকা নেয় তা আপনাকে কলেজ থেকে কিংবা বড় ভাই অথবা বোনদের কাছ থেকে জানতে হবে।

২) Form পূরণঃ আপনি যে কলেজে ভর্তি হবেন সে কলেজের অফিস কক্ষ থেকে form সংগ্রহ করে পূরণ করবেন। তবে মনে রাখবেন কোনো কোনো কলেজের form online-এ পূরন করতে হয়। সেটিও আপনাকে কলেজ থেকে কিংবা বড় ভাই অথবা বোনদের কাছ থেকে জানতে হবে।

৩) SSC মূল প্রবেশপত্র (Admit Card)

৪) SSC মূল নিবন্ধনপত্র (Registration Card)

৫) SSC মূল মার্কশীট (Academic Transcript): এটি স্কুল থেকে সংগ্রহ করতে হবে।

৬) স্কুল কর্তৃক প্রেরিত মূল প্রশংসাপত্র (Testimonial): এটিও স্কুল থেকে সংগ্রহ করতে হবে।

৭) জন্ম নিবন্ধন (Birth Certificate)-এর ফটোকপি।

৮) পিতার NID (National ID Card)-এর ফটোকপি।

৯) মাতার NID (National ID Card)-এর ফটোকপি।

১০) শিক্ষার্থীর ছবিঃ এটি কলেজভেদে ভিন্ন হয়। তবে ৫ কপি Passport এবং ৫ কপি Stamp size এর ছবি বানিয়ে রাখলেই হবে।

১১) পিতা-মাতার ছবিঃ এটিও কলেজ ভেদে ভিন্ন হয়। তবে পিতা এবং মাতার দু জনেরই ৩ কপি Passport এবং ৩ কপি Stamp size -এর ছবি বানিয়ে রাখবেন। তবে পিতা-মাতা ছাড়া অন্য কেউ অভিভাবক হলে তারও ৩ কপি Passport এবং ৩ কপি Stamp size -এর ছবি বানিয়ে রাখবেন।

১২) Online কপিঃ আপনি https:// www xiclassadmission gov bd website থেকে আপনার result এবং নিশ্চায়ন (confirmation)-এর রঙিন কপি print করে রাখবেন।

১৩) Security Code এবং মোবাইল নাম্বারঃ একটি সাদা কাগজে লিখে নিয়ে যাবেন।

একাদশ শ্রেণিতে একাডেমি রুটিন প্রকাশ ২০২৩

 

অন্যান্যঃ

১) পাঠ বিরতি/শিক্ষা বিরতি সনদপত্রঃ আপনি যদি SSC পরীক্ষার পর ১ কিংবা ২ বছর লেখাপড়া না করেন সেক্ষেত্রে আপনাকে পাঠ বিরতি/শিক্ষা বিরতি সনদপত্র দিতে হবে। এ জন্য আপনি আপনার স্কুলে যোগাযোগ করবেন।

২) মুক্তিযোদ্ধা কোটাঃ আপনি যদি মুক্তিযোদ্ধা কোটায় কলেজে ভর্তির জন্য চান্স পান তাহলে মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি লাগবে।

বিঃদ্রঃ

১) আপনার যত কাগজ আছে সবগুলোর ৪টি করে ফটোকপি করে রাখবেন। কারণ কলেজে ভর্তি হতে লাগবে ২টি আর ২টি আপনার কাছে রেখে দিবেন যেন পরবর্তীতে কোনো কাজে লাগলে দিতে পারেন। কারন মূল সনদপত্র কলেজে জমা নিয়ে নিবে। এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে কি আমি আমার প্রয়োজনেে মূল সনদপত্র আর উঠতে পারবো না? হ্যা পারবেন। তবে আপনি হুট করে চলে গেলেন আর উঠিয়ে নিবেন এমনটা হয় না। এ জন্য আপনাকে দরখাস্ত করতে হবে। মানে যে আপনার দরকার সে দিন নাও পেতে পারেন। সুতরাং আপনি যেন ঝামেলায় না পরেন তার জন্যই বেশি করে ফটোকপি করে রাখবেন।

২) আরেকটি বিষয় আমি ১ নং-এ বললাম মূল সনদপত্র জমা দিতে হবে। তারপরও আপনারা মূল সনদপত্র নিয়ে যান না ফলে সে দিন আর ভর্তি হতে পারেন না কিংবা অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পরে যান। আমরা সহজ সমাধান হল, আপনি জীবনে যত যা অর্জন করেছেন সব কাগজ নিয়ে যাবেন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Dakhil Result 2022 Madrasah Board with Marksheet

Comilla Board SSC Result 2024 with Marksheet

Regarding the publication of Madhyamik School Certificate (SSC) Examination-2024 Result, Source: Inter-Board of Education Coordination …