চট্টগ্রাম কাস্টমস হাউস নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২২। এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, কাস্টম হাউস, চট্টগ্রাম এর আওতাধীন ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের লক্ষ্যে সিপাই ও মালী পদের প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে বিভাগীয় নির্বাচন কমিটি কর্তৃক সুপারিশকৃত রোল নম্বরসমূহ নিম্নরূপ।
চট্টগ্রাম কাস্টমস হাউস নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২২
উল্লেখ্য যে, নিয়োগ প্রদানের লক্ষ্যে সুপারিশকৃত প্রার্থীদের আবেদন, আবেদনের সহিত দাখিলকৃত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রত্যয়নপত্র, ঘোষণাপত্র, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য সকল দলিল এবং শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার তথ্যাদি, প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র, মৌখিক পরীক্ষার হাজিরার স্বাক্ষর, প্রার্থীর ছবি, ইত্যাদি চাকুরিতে যোগদানের দিন পুনরায় যাচাইপূর্বক প্রার্থীর সঠিকতা নিশ্চিত করা হবে।
কোন তথ্য/দলিলাদি মিথ্যা বা অসত্য প্রমাণিত হলে প্রার্থীর নিয়োগপত্র বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।