অনার্স ২য় বর্ষ পরীক্ষার হাজিরা পত্র OMR উত্তরপত্র ২০২৩

অনার্স ২য় বর্ষ পরীক্ষা-২০২১ হাজিরা পত্র, OMR, উত্তরপত্র প্রস্তুত ও প্রেরণের নির্দেশাবলী। বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত পরীক্ষার্থীদের বিবরণী অনুযায়ী সকল পরীক্ষার্থীর হাজিরাপত্র তৈরী করে অনলাইনে পাঠানো হবে এবং বিবরণীতে উল্লেখিত পরীক্ষার্থীর নাম, রোল নং, রেজি: নং, শিক্ষাবর্ষ, বিষয় ও পত্রকোড হাজিরাপত্রে লেখা থাকবে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী বিষয় ও পত্রকোড মিলিয়ে উত্তরপত্রের ক্রমিক নং যথাযথভাবে লিখেছে কি না তা যাচাই করে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের ছবির সাথে তার চেহারার মিল আছে কি না, তা যাচাই করে হাজিরাপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করবেন।

 

আরও পড়ুনঃ

 

অনার্স ২য় বর্ষ পরীক্ষার হাজিরা পত্র OMR উত্তরপত্র ২০২৩

 

হাজিরাপত্র পূরণ, প্রস্তুত ও প্রেরণঃ

পরীক্ষার্থী OMR ফরমে তার রোল নং, রেজিঃ এবং বিষয়কোড যথাযথভাবে লিখেছে কি না এবং সঠিকভাবে বৃত্ত ভরাট করছে কি না তা পরীক্ষা করে অত:পর কক্ষ পরিদর্শক উত্তরপত্রে তার জন্য নির্ধারিত স্থানে এবং হাজিরাপত্রে স্বাক্ষর করবেন। কোন অবস্থাতেই একজন পরীক্ষার্থীর জন্য একাধিক হাজিরাশীট তৈরী করা যাবে না। সকল পরীক্ষা শেষ হওয়ার পর ০৭ (সাত) দিনের মধ্যে হাজিরাপত্র বই আকারে বাইন্ডিং করে সংশ্লিষ্ট শাখায় অবশ্যই জমা দিতে হবে। বহিষ্কৃত পরীক্ষার্থীর হাজিরাপত্রে লালকালিতে “বহিষ্কৃত” শব্দ লিখতে হবে। বহিষ্কৃত পরীক্ষার্থীর Report এ বহিষ্কারের কারন স্পস্টভাবে লিখতে হবে। নকল করলে আলামত এবং উত্তরপত্রে লিখলে নকল এবং আলামতে লাল কালি দিয়ে আন্ডার লাইন করে উত্তরপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অনুরূপভাবে অনুপস্থিত পরীক্ষার্থী যে বিষয় ও পত্রে অনুপস্থিত থাকবে সে বিষয় ও পত্রে লালকালিতে “অনুপস্থিত” লিখে কক্ষ পরিদর্শক স্বাক্ষর করবেন। (বহিস্কার সংক্রান্ত বিস্তারিত নীতিমালা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd এ পাওয়া যাবে।) হাজিরাপত্রে উত্তরপত্রের ক্রমিক নম্বর সঠিকভাবে না লিখলে ঐ কোর্স অনুপস্থিত দেখিয়ে ফলাফল প্রকাশ করা হবে।

OMR ফরম ছেঁড়া, প্রস্তুত ও প্রেরণঃ

উত্তরপত্রের কভার পৃষ্ঠার অর্থাৎ OMR ফরমের প্রথম অংশসমূহ পরীক্ষা শেষে খুব সাবধানতার সাথে ও সঠিকভাবে বিচ্ছিন্ন করতে হবে।
প্রতি বিষয় ও পত্রের উত্তরপত্রের কভার পৃষ্ঠার ছেঁড়া অংশ অনুর্ধ ২০০ (দুইশত) টি করে রোল নম্বরের ক্রমানুযায়ী সাজিয়ে করোগেটেড বক্স ব্যবহার করে প্যাকেট করতে হবে। রোল, রেজিঃ নম্বর অথবা বিষয়কোড লিখতে ভুল হলে তা একটানে কেটে সঠিকভাবে লিখতে হবে। বৃত্ত ভরাটে ভুল হলে তা ইরেজার দ্বারা ঘষা মাজা না করে, ব্লেড দ্বারা না মুছে বা সাদা ফ্লুইড না লাগিয়ে সঠিকভাবে ভরাট করতে হবে। এরূপ ক্ষেত্রে একই সারিতে একাধিক বৃত্ত ভরাট থাকতে পারে। উল্লেখ্য ভুলকৃত OMR গুলো আলাদাভাবে সাজানো বা আলাদাভাবে প্যাকেট করার প্রয়োজন নেই। তৈরীকৃত প্যাকেট পলিথিন শীট দিয়ে মুড়িয়ে গোলাপী মার্কিন কাপড় দিয়ে চূড়ান্ত প্যাকেট তৈরী করে গালাসীল করে ট্রেজারী অফিস/থানায় সংরক্ষণ করতে হবে। সকল পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করে OMR প্যাকেট হস্তান্তর করতে হবে।

 

উত্তরপত্রের বান্ডেল (Bundle) প্রস্তুত ও প্রেরণঃ

  • ক) তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র বিষয় ও কোর্সওয়ারী পৃথক পৃথকভাবে অনধিক ৫০ (পঞ্চাশ) টি করে সাজিয়ে তা ০২টি করোগেটেড শীটের (একটি নিচে অপরটি উপরে) ভেতরে রাখতে হবে। অতঃপর প্রতিটি বান্ডেলের জন্য একটি করে বান্ডেল লেবেল প্রস্তুত করে বান্ডেলের উপরের করোগেটেড শীটে আঠা দিয়ে বান্ডেল লেবেল লাগিয়ে বান্ডেলটি শক্ত সুতলী দিয়ে বেঁধে উত্তরপত্রের বান্ডেল তৈরী করতে হবে। অতঃপর বান্ডেল/বান্ডেলসমূহ একত্রে পলিথিন শীট দিয়ে মুড়িয়ে গোলাপী রং এর কাপড় দিয়ে চূড়ান্ত প্যাকেট তৈরী করে গালাসীল করতে হবে। প্রতিটি প্যাকেটের বহিরাবরণে সুস্পষ্টভাবে অবশ্যই পরীক্ষা কোড-২২০২ উল্লেখ করতে হবে। বান্ডেল লেবেল অনুযায়ী প্যাকেটে সঠিক বিষয়ের উত্তরপত্র ও সংখ্যা সঠিক আছে কিনা তা যাচাই করে দেখা জরুরী।

 

  • খ) প্রতি বিষয় ও প্রতি পত্রের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে উত্তরপত্রের বান্ডেলের কাজ সম্পন্ন করে ঐদিনই উত্তরপত্রের প্যাকেট জনাব মোঃ মোহসীন ইকবাল, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, অনার্স ২য় বর্ষ শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় ডাকযোগে এনসিওরড (Ensured) পার্সেলে পাঠাতে হবে। বাংলাদেশ রেলওয়েতে কোন অবস্থাতেই উত্তরপত্র প্রেরণ করা যাবে না। প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিন ও অফিস ছুটির পরে পোস্ট অফিস খোলা রাখার জন্য ডাক বিভাগের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্থানীয় পোস্ট মাস্টারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। বাস্তব কোন কারণে উত্তরপত্র পরীক্ষা গ্রহণের দিন উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট পাঠানো সম্ভব না হলে নিয়মানুযায়ী থানা/ট্রেজারীতে সংরক্ষণ করতে হবে। কোন অবস্থাতেই কেন্দ্রে রাখা যাবে না ।

 

  • গ) বহিষ্কৃত উত্তরপত্র আলাদাভাবে করোগেটেড শীট ও সাদা কাপড় দিয়ে মুড়িয়ে সীলগালা করে জনাব মোঃ মোহসীন ইকবাল, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, অনার্স ২য় বর্ষ শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ এ ঠিকানায় প্রেরণ করতে হবে। প্যাকেটের উপরে লালকালি দিয়ে “বহিষ্কৃত” শব্দটি লিখতে হবে। বহিষ্কৃত উত্তরপত্রের সাথে Report ফরম যথাযথভাবে পূরণ করে পাঠাতে হবে। Report ফরমে বহিষ্কারের কারণ সঠিক ও যথাযথভাবে লিখতে হবে। বহিষ্কার সংক্রান্ত বিধান এই সাথে সংযুক্ত করা হলো।

টপশীট প্রস্তুত ও সংরক্ষণঃ

  • ক) প্রতিদিনের পরীক্ষায় উপস্থিত, অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিবরণ উল্লেখপূর্বক প্রেরিত ফরমে এক কপি টপশীট তৈরী করে তা কলেজে সীলগালা অবস্থায় (পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর এক বৎসর পর্যন্ত) সংরক্ষণ করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোন সময় তা যাচাইয়ের জন্য তলব করতে পারবে।টপশীটের কপি পরীক্ষা নিয়ন্ত্রক বা উপ-পরীক্ষা নিয়ন্ত্রক-এর বরাবরে প্রেরণের প্রয়োজন নেই।

 

  • খ) OMR-এর প্যাকেটের টপশীট করোগেটেড বক্সের ভিতরে ১(এক) কপি এবং বক্সের উপরে ১(এক) কপি দিয়ে কাপড়ে মুড়ে সীলগালা করে পাঠাতে হবে।

জরুরীঃ

  • ইংরেজী (আবশ্যিক) বিষয়ে ( English Compulsory) সকল পরীক্ষার্থী একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
  • উত্তরপত্রের প্যাকেট গোলাপী রং এর কাপড় দিয়ে প্যাকেট করতে হবে। প্যাকেটের উপর পরীক্ষা কোড ২২০২ লিখতে হবে ।
  • সম্প্রতি উত্তর পত্রের বান্ডেল লেবেল এ উল্লিখিত বিষয়ের পরিবর্তে প্যাকেটের ভিতরের অন্য বিষয়ের উত্তরপত্র পাওয়া যায়। এ বিষয়ে সর্বোচ্য সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হ’ল।

 

কমিটি পরীক্ষার কেন্দ্র/পরীক্ষক/প্রধান পরীক্ষক কর্তৃক অভিযুক্ত এবং অন্যন্য পরীক্ষা সংক্রান্ত অভিযোগ যাচাই করে নির্ধারিত বিধি মোতাবেক শাস্তি প্রদানের সুপারিশ করবেন। পরীক্ষার্থীর আবেদন বিবেচনা করে প্রদত্ত শান্তি সংশোধন/প্রমার্জন করতে পারবে। একাডেমিক কাউন্সিলের সভায় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুমোদনের জন্য পেশ করতে হবে।

৪০। পরীক্ষা শৃঙ্খলা সম্পর্কিত অপরাধ

একজন পরীক্ষার্থীর নিবর্ণিত কার্যকলাপ/অসদুপায় অবলম্বনকে পরীক্ষা সংক্রান্ত অপরাধ হিসাবে গণ্য করা হবেঃ

  • ক) পরীক্ষা কক্ষে একে অপরের সাথে যোগাযোগ করা ও কথাবার্তা বলা;
  • খ) পরীক্ষা কক্ষে ধূমপান করা;
  • গ) পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোন ইলেক্ট্রনিক্স সামগ্রী বহন;
  • ঘ) দূষণীয়/অননুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা;
  • ঙ) দূষণীয়/অননুমোদিত কাগজপত্র হতে উত্তরপত্রে লিখা;

 

  • চ) প্রশ্নপত্রে উত্তর লিখা/প্রশ্নপত্রে লেখা উত্তর হতে উত্তরপত্রে লেখা;
  • ছ) পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোন ইলেক্ট্রনিক্স সামগ্রী ব্যবহার করে উত্তরপত্রে লেখা;
  • জ) পরীক্ষা কক্ষের নির্দিষ্ট স্থানের পরিবর্তে অবৈধ্যভাবে অন্য স্থানে আসন গ্রহণ করা;
  • ঝ) ডেক্স, বেঞ্চ, কাপড়, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ, ব্ল্যাকবোর্ড, কক্ষের দেওয়াল বা অন্য কিছুতে লেখা এবং সেখান থেকে উত্তরপত্রে লেখা;
  • ঞ) উত্তরপত্রে অপ্রাসঙ্গিক, আপত্তিকর কিছু লিখা, অযৌক্তিক কোন মন্তব্য করা অথবা উত্তরপত্রের মধ্যে টাকা রাখা;

 

  • ট) রোল নম্বর পরিবর্তন/ পরষ্পর রোল নম্বর বিনিময় করা (উত্তরপত্র একে আপরের সাথে পরিবর্তন)
  • ঠ) মিথ্যা অজুহাত দেখিয়ে বিশেষ সুবিধা গ্রহণ/সুবিধা গ্রহণের চেষ্টা করা;
  • ড) মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা;
  • ঢ) পরীক্ষার কক্ষ হতে উত্তরপত্র বাইরে পাচার করা বা বাইরে থেকে লেখা উত্তরপত্র সংযোজন করা;
  • ণ) উত্তরপত্রের কভার পৃষ্ঠা পরিবর্তন করা;

 

  • ত) ইনভিজিলেটরের নিকট উত্তরপত্র দাখিল না করে পরীক্ষার হল ত্যাগ করা, ইনভিজিলেটর কর্তৃক চাহিবামাত্র দূষণীয় কাগজপত্র প্রদান না করে তা নাগালের বাইরে ফেলা/ফেলে দেওয়ার চেষ্টা করা/গিলে ফেলা;
  • থ) উত্তরপত্র বিনষ্ট করা/ ছিঁড়ে ফেলা, দূষণীয় কাগজপত্র / দ্রব্যাদি, উত্তরপত্র বা প্রবেশপত্র ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে অস্বীকৃতি জ্ঞাপন করা বা জব্দ করার ক্ষেত্রে কোনরুপ বাধা সৃষ্টি করা;
  • দ) পরীক্ষা কক্ষে পরীক্ষার কাজে নিয়োজিত ইনভিজিলেটর/কর্তব্যরত ব্যক্তি সম্পর্কে কটূক্তি, গালাগাল, তার সাথে অসদাচরণ বা তাঁকে কোন রূপ ভীতি প্রদর্শন করা। পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কোন ব্যক্তি/ব্যক্তিবর্গকে পরীক্ষার হলে বা হলের বাইরে লাঞ্ছিত করা বা লাঞ্ছিত করার চেষ্টা করা। পরীক্ষা চলাকালীন পরীক্ষার কক্ষে, কেন্দ্র চত্ত্বর বা এর বাইরে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা অথবা পরীক্ষা পরিচালনার সাথে জড়িত কোন ব্যক্তির সাথে অসদাচরণ করলে বা তাঁকে দৈহিক আক্রমণ করলে;

 

  • ধ) সুষ্টভাবে পরীক্ষা অনুষ্ঠানে কোনরুপ বধা সৃষ্টি, গোলযোগ সৃষ্টি, অন্যকে পরীক্ষায় অংশগ্রহণে বাধা প্রদান, অন্য পরীক্ষার্থীকে পরীক্ষার হল ত্যাগে বাধ্য বা উস্কানি প্রদান, পরীক্ষা কক্ষ ভাংচুর, আসবাবপত্র ভাংচুর করা বা আগুন দেয়া।
  • ন)পরীক্ষা সংক্রান্ত অপরাধ যা উপরের কোন ধারায় পড়ে না ।

 

৪১। শাস্তিমূলক ব্যবস্থাঃ

ক) পরীক্ষা সংক্রান্ত উল্লিখিত (ক্রমিক ৬০-এ বর্ণিত) অপরাধের জন্য পরীক্ষা শৃঙ্খলা কমিটি নিবর্ণিত শাস্তির সুপারিশ করতে পারবেঃ

অপরাধ

  • ক-ঘ এর অপরাধের জন্য শান্তি – সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল।
  • ঙ-ঞ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য – সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ।
  • ট-ঠ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য – সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী (পরপর ) ২ (দুই) বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • ড-ণ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য –  সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ৩ (তিন) বছরের (পরপর) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা।
  • ত-ধ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য – সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ৪ (চার) বছরের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • ন বর্ণিত অপরাধের জন্য –   শৃঙ্খলা কমিটি অপরাধের মাত্রা বিবেচনা করে সিদ্ধান্ত দেবে

খ) পরীক্ষার্থীর কোন অপরাধ উপর্যুক্ত শাস্তির আওতায় না পড়লে পরীক্ষা শৃঙ্খলা কমিটি অপরাধের প্রকৃতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে।

৪২। দ্বৈত ভর্তিঃ

কোন শিক্ষার্থী একই সাথে ও সময়ে/শিক্ষাবর্ষে একই/বিভিন্ন কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একই ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন ও পরীক্ষায় অংশগ্রহণ করলে তার ক্ষেত্রে ভর্তি ও ফলাফল বাতিল করতে হবে এবং কোন প্রতিষ্ঠানে চাকুরী করলে তার ভর্তি/ভর্তিসমূহ বাতিল বলে গণ্য হবে। একই সময়ে চাকুরীরত ও অধ্যয়নরত কেউই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৪৩ । শাস্তি প্রয়োগ বিধান

  • ক) কোন পরীক্ষার্থী পরীক্ষা শৃঙ্খলাজনিত কোন অপরাধ করলে তাকে সঙ্গে সঙ্গে বহিস্কার করতে হবে এবং সে আর পরবর্তী কোন বিষয়ে / পত্রে / কোর্সে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। বিষয়টি নোটিশের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে জানাতে হবে।

 

  • খ) বহিষ্কৃত পরীক্ষার্থীর উত্তরপত্র এবং প্রবেশপত্র রিপোর্টের সাথে গালাসীল মোহরকৃত রেজিস্ট্রি ডাকযোগে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে এবং পাঠানোর পূর্বে উত্তরপত্রে নকল করা অংশ লাল কালিতে চিহ্নিত করে দিতে হবে। নকল করার প্রামাণ্য কাগজপত্র এ উত্তরপত্রের সঙ্গে ভালভাবে পিন দ্বারা আটকিয়ে দিতে হবে। এটি অবশ্য করণীয় কাজ। ব্যর্থতায় সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তি বর্গের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে।

 

  • গ) পরীক্ষা নিয়ন্ত্রক অভিযুক্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পূর্বে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না-এ মর্মে কারণ দর্শানোর জন্য অন্ততঃ ৭ (সাত) দিনের নোটিশ প্রদান করবেন।

৪৪ । অপ্রত্যাশিত উদ্ভুত পরিস্থিতির ক্ষেত্রে ভাইস-চ্যান্সেলরের বিশেষ ক্ষমতা

রেগুলেশনের বিধি দ্বারা পরীক্ষা সংক্রান্ত কোন বিষয়ের সমস্যা সমাধানে সম্ভব না হলে বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালনা, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশের ক্ষেত্রে জরুরী কোন পরিস্থিতির উদ্ভোব হলে এবং ভাইস- চ্যান্সেলরের বিবেচনায় তৎসম্পর্কে তাৎক্ষণিক কোন ব্যবস্থা গ্রহণ প্রয়োজন হলে তিনি সে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং যে কর্তৃপক্ষ কর্তৃক সাধারণতঃ বিষয়টি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে হবে সে কর্তৃপক্ষকে যথাশীঘ্র সম্ভব তৎকর্তৃক গৃহীত ব্যবস্থা গ্রহণে অবহিত করবেন।

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

NU Results 2022 - Honours Consolidated Result

NU Result 2024 – Honours 4th year cgpa result 2024

NU result 2022 – honors 4th-year CGPA result 2022 published. Nu honors final year result …