স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ২৫.10.2022 খ্রি. তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষন ইনস্টিটিউট (NIPORT) প্রধান কার্যালয় ও এর আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (RPTI) এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (RTC) সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে জনবল নিয়োগের নিমিত্ত জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
লিখিত পরীক্ষা কেন্দ্ৰঃ
- (ক) লিখিত পরীক্ষার কেন্দ্রসমূহের নাম, ঠিকানা যথাসময়ে নিপোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থী টেলিটকের মাধ্যমে SMS পাবেন।
- (খ) লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- (গ) লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
- (ঘ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক/ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় নিপোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
- (ঙ) প্রবেশ পত্রের রঙ্গিন কপি ছাড়া কোনো প্রকার সাদাকালো কপি/ফটোকপি গ্রহণযোগ্য হবে না। (প্রবেশ পত্রের রঙিন কপি ছাড়া কোন লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না);
মৌখিক পরীক্ষাঃ
মৌখিক পরীক্ষার সময় নিম্নেবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবেঃ
- (ক) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);
- (খ) গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। [০৬ (ছয়) মাসের অধিক পুরাতন ছবি চলবে না];
- (গ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড-এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের সত্যায়িত কপি;
- (ঘ) মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবীর সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি ;
- (ঙ) শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে (২১ দিনের প্রশিক্ষণ সনদ) সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পুত্র/কন্যা বা পুত্র/কন্যার পুত্র/কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্রের ফটোকপি;
- (চ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পুত্র/কন্যা বা পুত্র/কন্যার পুত্র/কন্যা হলে আবেদনকারীকে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা বা পুত্র/কন্যার পুত্র/কন্যা মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি;
- (ছ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি;
- (জ) জন্ম সনদের সত্যায়িত ফটোকপি;
- (ঝ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের রঙ্গিন প্রিন্ট কপি (Applicant’s Copy);
- (ঞ) বাংলাদেশের যে কোন জায়গায় আরপিটিআই/আরটিসিতে নিয়োগ হলে দায়িত্ব পালন করবে মর্মে সম্মতি পত্র; এবং
- (ট) চাকুরি থেকে অব্যাহতি নিতে হলে সরকারি বিধি মোতাবেক ইস্তফা প্রদান করবে মর্মে সম্মতি পত্র।