ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা ২০২৩। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ২৫/০৮/২০২২ তারিখের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে “ফায়ারফাইটার” পদে এবং ৩০/০৮/২০২২ তারিখের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে “ডুবুরি ও নার্সিং এ্যাটেনডেন্ট” আবেদনকারীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা আগামী ০৮.০১.২০২৩খ্রিঃ তারিখ হতে ১৩.০১.২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা ২০২৩
০২। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি টেলিটক থেকে SMS এর মাধ্যমে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে ও
নোটিশ বোর্ডে জানিয়ে দেয়া হবে। উল্লেখ্য, ফিল্ড টেস্টে অংশগ্রহণের জন্য ইতোপূর্বে ডাউনলোডকৃত Admit card এর প্রিন্ট কপিসহ
মাঠে উপস্থিত থাকতে হবে। কারিগরি বা অন্য কোন সমস্যার কারণে Admit card ডাউনলোড করা সম্ভব না হলে টেলিটক কর্তৃপক্ষের
নিকট হতে প্রার্থীর যথার্থতা সম্পর্কে নিশ্চিত হওয়া সাপেক্ষে Applicant’s copy- এর ভিত্তিতে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায়
অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে ।
০৩। ফিল্ড টেস্টে অংশগ্রহণের সময় প্রার্থীদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে।
সতর্কীকরণঃ
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোন প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই।
- এ ধরনের যেকোন প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে এবং নিয়োগের যেকোন পর্যায়ে তার প্রার্থীতা বাতিল ঘোষণা করা হবে।
- এমনকি এধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পরও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।