বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণির কোন লেখকের বই কিনবো? কোন লেখকের বই কিনবো? একাদশ শ্রেণি – বিজ্ঞান বিভাগ
বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণির কোন লেখকের বই কিনবো? HSC 24- ভাইয়া কোন কোন রাইটার এর বই কিনতে হবে?
বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণির কোন লেখকের বই কিনবো?
- পদার্থ- তপন স্যার, তবে কেউ মেডিকেল প্রিপারেশন নিতে চাইলে শুরু থেকেই মাস্ট “আমির হোসেন স্যার” কিনতে হবে দুই পেপার এর জন্যই।
- রসায়ন- হাজারি স্যার( ২পত্রই)(মেডিকেল +ভার্সিটি+এইচ এস সি এটাতেই হয়ে যাবে ইনশাআল্লাহ).
- জীববিজ্ঞান- উদ্ভিদ বিজ্ঞান(হাসান স্যার) আর প্রাণি বিজ্ঞান (গাজী আজমল স্যার)
- গনিত- কেতাব উদ্দিন স্যার বেস্ট, তবে অনেক কলেজ অক্ষরপত্র ও কিনায়।তবে কেতাব স্যার বেস্ট।
- বাংলা ইংরেজি তো বোর্ড বই ই আছে।
- আইসিটি যদিও বোর্ড বই আছে এখন তবে মাহবুবুর স্যার এর টা অনেক ভালো, আমাদের সময় ওটাই পড়তাম।
এগুলা হলো মোস্ট পপুলার বই, সারা বাংলাদেশ এর জন্য,এগুলাই টপ। আরো রাইটার আছে, বাট অগুলা দিলে কিনফিউশন হবে। গত পোস্টের মতো আবারও বলি, পুরাতন টেস্ট পেপার মাস্ট জোগাড় করে ফেলবা।
Robiul Awal Nayem
MBBS ( 2ND YEAR)
Sheikh Hasina Medical College Tangail.