অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে;
পুলিশ সাব-ইন্সপেক্টর/সার্জেন্ট নিয়োগে প্রাথমিক বাছাই পদ্ধতি। আবেদন করলেই যে আপনাকে শারীরিক পরিক্ষার জন্য মাঠে ডাকা হবে বিষয়টি একদম ই এমন নয়। আবেদন শেষ হলে সকল প্রার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থী বাছাই করা হবে এবং শুধুমাত্র তাদেরকেই শারীরিক পরিক্ষার জন্য মাঠে ডাকা হবে।
নির্ধারিত তারিখে আবেদন শেষ হলে আরও কিছু দিন পর যোগ্য প্রার্থীদেরকে ম্যাসেজের মাধ্যমে এডমিট কার্ড ডাউনলোড করতে বলা হবে এবং প্রার্থীর এডমিট কার্ডে শারীরিক পরিক্ষার তারিখ, স্থান, এবং সময় উল্লেখ করা থাকবে।
প্রাথমিক বাছাই বা প্রিলিমিনারি সিলেকশনে প্রার্থীর উচ্চতা, শিক্ষাগত যোগ্যতা এবং জিপিএ (রেজাল্ট) কে প্রাধান্য দেয়া হবে। এরমানে হল যাদের উচ্চতা, শিক্ষাগত যোগ্যতা এবং SSC/HSC/Honours রেজাল্ট ভালো তারা এগিয়ে থাকবে এবং তাদের ই শারীরিক পরীক্ষার জন্য মাঠে ডাক পাবার সম্ভাবনা প্রবল।
প্রার্থীর উচ্চতা+শিক্ষাগত যোগ্যতা (SSC+HSC+Honours) মিলে ১০০ মার্কস ধরা হবে।
১. উচ্চতায়- 45%
২. শিক্ষাগত যোগ্যতা-55%
- SSC – 15%
- HSC -15%
- Honours-25%
প্রাথমিকভাবে একজন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ২টা জিনিষ লক্ষ্য করা হবে।
১)উচ্চতা
২)জিপিএ
একজন প্রার্থীর উচ্চতা যদি হয় ৫ফুট ৮ ইঞ্চি তাহলে 45% কাউন্ট করলে হিসাব আসে এমনঃ-
উচ্চতাঃ ৫.৮ ইঞ্চি
স্ট্যান্ডার্ড উচ্চতাঃ ৬ ।
সুতরাং (৫.৮)÷৬ = ০.৯৬
এখন ০.৯৬*৪৫= ৪৩.৫০
মানে উচ্চতায় ৪৫ এ তার স্কোর ৪৩.৫০
SSC জিপিএ যদি হয় ৪.৫০ তাহলে ১৫% কাউন্ট করলে হিসাব আসে এমনঃ
- জিপিএ =৪.৫০
- স্ট্যান্ডার্ড জিপিএ = ৫.০০
- সুতরাং (৪.৫০)÷৫.০০= ০.৯০
- এখন ০.৯০*১৫= ১৩.৫০
HSC জিপিএ যদি ৪.৫০ তাহলে ১৫% কাউন্ট করলে হিসাব,
- (৪.৫০)÷৫=০.৯০
- ০.৯০*১৫=১৩.৫০
- Honours জিপিএ যদি ৩.৫০(৪) তাহলে ২৫%
- ৩.৫০÷৪=০.৮৭
- ০.৮৭*২৫=২১.৮৭
এখন উচ্চতা+ জিপিএ মিলে টোটাল ১০০ তে তার স্কোরঃ ৯২.৩৭
উপরে সুন্দর করে সহজ উপায়ে উচ্চতা এবং জিপিএ এর হিসাব টা করে দিছি। আপনার যার যার উচ্চতা এবং জিপিএ এভাবে হিসাব করে ১০০তে কত পাবেন সেটা বের করবেন। নিচে আমার সম্ভাব্য তালিকা দেওয়া হল। তাই বলা যায় যাদের উচ্চতা+ জিপিএ ভালো তারা অনেক এগিয়ে থাকবেন।