প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বছরের শুরুতেই/ফেব্রুয়ারিতে প্রায় ৫০ হাজার।দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বছরেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, সারা দেশে একযোগে নিয়োগ পরীক্ষা না নিয়ে এক বা একাধিক বিভাগ ভিত্তিতে নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গতকাল বুধবার এসব তথ্য জানিয়েছেন।

প্রাইমারির ২য় ধাপে রাজশাহী, ময়মনসিংহ, খুলনার এবং ৩য় ধাপে ঢাকা-চট্টগ্রামের সার্কুলারসহ সব মার্চেই প্রকাশিত হবে।

আর পড়ুনঃ

 

প্রতিষ্ঠানঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

  • পদের নামঃ সহকারী শিক্ষক
  • বিভাগঃ রংপুর, বরিশাল ও সিলেট
  • আবেদন ফীঃ ২২০/- টাকা
  • আবেদন শুরুঃ ১০ মার্চ ২০২৩
  • আবেদনের লিংকঃ https://dpe.teletalk.com.bd/
  • আবেদনের শেষ তারিখঃ ২৪ মার্চ ২০২৩

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – রংপুর বরিশাল ও সিলেট

333115628-174253198690286-2787979070624809201-n

 

 

প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

unnamed-2022-12-22-T151739-467

শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরার) নেতারা সচিবালয়ে সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি শিক্ষক নিয়োগ, বৃত্তি পরীক্ষাসহ প্রাথমিক শিক্ষার নানা বিষয়ে কথা বলেন।

 

প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ কবে?

  • বছরের প্রথম দিকেই নিয়োগ বিজ্ঞপ্তি।
  • বৃত্তি পরীক্ষা চালু থাকতে পারে।
  • অনলাইনে বদলির কার্যক্রম আবার শুরু।

 

ওই সময় উপস্থিত ছিলেন ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান প্রমুখ। সচিব বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রমে বড় পরিবর্তন আনার। এর অন্যতম হলো ক্লাষ্টারভিত্তিক (গুচ্ছভিত্তিক) নিয়োগ পরীক্ষা নেওয়া। অর্থাৎ একটি বিভাগ অথবা একাধিক বিভাগ নিয়ে নিয়োগ পরীক্ষা হবে।

 

এ পরিবর্তনের ফলে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। ইতিমধ্যে এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এখন আমরা উপজেলা ভিত্তিক নিয়োগ দিচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে বলা যায়, এতে আইনগত কোনো জটিলতা নেই। আগে সারা দেশে একযোগে নিয়োগ পরীক্ষা নেওয়া হতো।

 

পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে সচিব বলেন, ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি ৪) প্রায় এক লাখ শিক্ষক নিয়োগের কথা। এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের জুনে। চলতি মাসে ৩৭ হাজার ৫৭৪ জন নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। এ নিয়োগ শেষ করতে দুই বছর লেগেছে।

এর মধ্যে প্রায় ১২ হাজার শিক্ষকের পদ শূন্য হয়ে গিয়েছিল। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। ভবিষ্যতে যেন তা না হয়, সে জন্য আমরা এখন থেকেই নিয়োগ কার্যক্রম শুরু করেছি। সচিব বলেন, ‘যত দ্রুত সম্ভব নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। আশা করছি, আগামী বছরই প্রাথমিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব হবে।

 

সাচ আরও:

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ ফলাফল, প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর ২০২৩, প্রাথমিক শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২৩, প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ কবে হবে?”

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের ফলাফল ২০২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পত্র ২০২৪ পিডিএফ ডাউনলোড

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ২০২০ এর ফলাফলের ভিত্তিতে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক …