যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ০৩ টি পদে মোট ০৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে ১৬-০১-২০২৩ পর্যন্ত।

 

OFFICIAL-CAREER-PORTAL-JUST-CAREER

 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

unnamed-2022-12-19-T170250-107

unnamed-2022-12-19-T170254-178

unnamed-2022-12-19-T170258-445

 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের প্রথম ধাপ:

প্রথম ধাপ- রেজিস্ট্রেশন

  • ১. https://career.just.edu.bd/Identity/Account / Register লিংকে যান
  • ২. আবেদনকারীর ছবির দৈর্ঘ 300px, প্রস্থ 300px এবং সাইজ 200KB হতে হবে।
  • ৩. আবেদনকারীর স্বাক্ষর দৈর্ঘ 300px, প্রস্থ 80px এবং সাইজ 100KB হতে হবে।
  • ৪. পাসওয়ার্ড কমপক্ষে ছয় (৬) বর্ণের হতে হবে।
  • ৫. বাংলায় যেসব তথ্য পূরণ করতে বলা হয়েছে তা অবশ্যই ইউনিকোডে লিখতে হবে।
  • ৬. রেজিস্ট্রেশনের সময় যে ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে তা সংরক্ষণ করতে হবে।
  • ৭. সকল তথ্য সঠিকভাবে প্রদান করে Register বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশনের সময় যে ইমেইল ব্যবহার করা হয়েছে সেখানে একটা account confirmation লিংক পাঠানো হবে। সেই লিংকে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
  • ৮. সবশেষে https://career.just.edu.bd/Identity/Account/Login লিংকে গিয়ে লগইন করতে হবে।

 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের দ্বিতীয় ধাপ:

দ্বিতীয় ধাপ – প্রয়োজনীয় তথ্য প্রদান

১. https://career.just.edu.bd/ApplicantQualification লিংকে গিয়ে সকল শিক্ষাগত যোগ্যতার তথ্য প্ৰদান
করতে হবে।

২. https://career.just.edu.bd/ApplicantDocument/Create লিংকে গিয়ে নিম্নলিখিত কাগজপত্রের ছবি
আপলোড করতে হবে। কাগজপত্রের ছবি .png অথবা .jpg ফরম্যাটের হতে হবে এবং সাইজ 350KB বেশি হতে পারবে না। বড় ছবির সাইজ কমানোর জন্য https://tinypng.com ব্যবহার করুন।

  • ক) শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র (মূল বা সাময়িক
  • খ) জাতীয় পরিচয় পত্র
  • গ) অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
  • ঘ) প্রশিক্ষণের সনদ (যদি থাকে)
  • ঙ) নাগরিকত্ব সনদ (নিজ এলাকার চেয়ারম্যান, পৌর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক)
  • চ) যথযথ কর্তৃপক্ষের অনুমোদন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
    3. https://career.just.edu.bd/ApplicantExperience লিংকে গিয়ে অভিজ্ঞতার তথ্য প্রদান করতে হবে (যদি
  • থাকে)।
  • 8. https://career.just.edu.bd/ApplicantPublication লিংকে গিয়ে প্রকাশনার তথ্য দিতে হবে (যদি থাকে) ।
  • ৫. https://career.just.edu.bd/Applicant Training লিংকে গিয়ে প্রশিক্ষণের তথ্য প্রদান করতে হবে যদি থাকে)।

 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের তৃতীয় ধাপ:

তৃতীয় ধাপ – আবেদন

  • ১. https://career.just.edu.bd/ লিংকে গেলে বর্তমান সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাওয়া যাবে।
  • ২. আবেদন করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর সর্বডানে থাকা Apply Now বাটনে ক্লিক করতে হবে।
  • ৩. Apply Now বাটনে ক্লিক করলে একটি preview পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে আবেদনকারীর তথ্য যাচাই করে নেওয়া যাবে এবং প্রয়োজনে পরিবর্তনও করা যাবে ।
  • 8. preview পেজে সবকিছু ঠিক থাকলে Confirm and Pay বাটনে ক্লিক করতে হবে।
  • ৫. এরপর বিভিন্ন পেমেন্ট (ক্রেডিট-ডেবিট কার্ড, মোবাইল ব্যাঙ্কিং ও ইত্যাদি) করার অপশন আসবে। পছন্দমতো যেকোনো একটি (ক্রেডিট-ডেবিট কার্ড, মোবাইল ব্যাঙ্কিং ও ইত্যাদি) দিয়ে পেমেন্ট সম্পন্ন করলে ইমেইলে নোটিফিকেশন পাঠানো হবে। ইমেইলে নোটিফিকেশন পেলেই মনে করতে হবে আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …