যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ০৩ টি পদে মোট ০৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে ১৬-০১-২০২৩ পর্যন্ত।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের প্রথম ধাপ:
প্রথম ধাপ- রেজিস্ট্রেশন
- ১. https://career.just.edu.bd/Identity/Account / Register লিংকে যান
- ২. আবেদনকারীর ছবির দৈর্ঘ 300px, প্রস্থ 300px এবং সাইজ 200KB হতে হবে।
- ৩. আবেদনকারীর স্বাক্ষর দৈর্ঘ 300px, প্রস্থ 80px এবং সাইজ 100KB হতে হবে।
- ৪. পাসওয়ার্ড কমপক্ষে ছয় (৬) বর্ণের হতে হবে।
- ৫. বাংলায় যেসব তথ্য পূরণ করতে বলা হয়েছে তা অবশ্যই ইউনিকোডে লিখতে হবে।
- ৬. রেজিস্ট্রেশনের সময় যে ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে তা সংরক্ষণ করতে হবে।
- ৭. সকল তথ্য সঠিকভাবে প্রদান করে Register বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশনের সময় যে ইমেইল ব্যবহার করা হয়েছে সেখানে একটা account confirmation লিংক পাঠানো হবে। সেই লিংকে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
- ৮. সবশেষে https://career.just.edu.bd/Identity/Account/Login লিংকে গিয়ে লগইন করতে হবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের দ্বিতীয় ধাপ:
দ্বিতীয় ধাপ – প্রয়োজনীয় তথ্য প্রদান
১. https://career.just.edu.bd/ApplicantQualification লিংকে গিয়ে সকল শিক্ষাগত যোগ্যতার তথ্য প্ৰদান
করতে হবে।
২. https://career.just.edu.bd/ApplicantDocument/Create লিংকে গিয়ে নিম্নলিখিত কাগজপত্রের ছবি
আপলোড করতে হবে। কাগজপত্রের ছবি .png অথবা .jpg ফরম্যাটের হতে হবে এবং সাইজ 350KB বেশি হতে পারবে না। বড় ছবির সাইজ কমানোর জন্য https://tinypng.com ব্যবহার করুন।
- ক) শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র (মূল বা সাময়িক
- খ) জাতীয় পরিচয় পত্র
- গ) অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
- ঘ) প্রশিক্ষণের সনদ (যদি থাকে)
- ঙ) নাগরিকত্ব সনদ (নিজ এলাকার চেয়ারম্যান, পৌর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক)
- চ) যথযথ কর্তৃপক্ষের অনুমোদন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
3. https://career.just.edu.bd/ApplicantExperience লিংকে গিয়ে অভিজ্ঞতার তথ্য প্রদান করতে হবে (যদি - থাকে)।
- 8. https://career.just.edu.bd/ApplicantPublication লিংকে গিয়ে প্রকাশনার তথ্য দিতে হবে (যদি থাকে) ।
- ৫. https://career.just.edu.bd/Applicant Training লিংকে গিয়ে প্রশিক্ষণের তথ্য প্রদান করতে হবে যদি থাকে)।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের তৃতীয় ধাপ:
তৃতীয় ধাপ – আবেদন
- ১. https://career.just.edu.bd/ লিংকে গেলে বর্তমান সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাওয়া যাবে।
- ২. আবেদন করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর সর্বডানে থাকা Apply Now বাটনে ক্লিক করতে হবে।
- ৩. Apply Now বাটনে ক্লিক করলে একটি preview পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে আবেদনকারীর তথ্য যাচাই করে নেওয়া যাবে এবং প্রয়োজনে পরিবর্তনও করা যাবে ।
- 8. preview পেজে সবকিছু ঠিক থাকলে Confirm and Pay বাটনে ক্লিক করতে হবে।
- ৫. এরপর বিভিন্ন পেমেন্ট (ক্রেডিট-ডেবিট কার্ড, মোবাইল ব্যাঙ্কিং ও ইত্যাদি) করার অপশন আসবে। পছন্দমতো যেকোনো একটি (ক্রেডিট-ডেবিট কার্ড, মোবাইল ব্যাঙ্কিং ও ইত্যাদি) দিয়ে পেমেন্ট সম্পন্ন করলে ইমেইলে নোটিফিকেশন পাঠানো হবে। ইমেইলে নোটিফিকেশন পেলেই মনে করতে হবে আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে।