প্রাথমিক শিক্ষক নিয়োগে উত্তীর্ণদের কাগজপত্র জমার বিজ্ঞপ্তি ২০২২

সম্মানিত নবাগত শিক্ষকবৃন্দের প্রাথমিক শিক্ষক নিয়োগে উত্তীর্ণদের কাগজপত্র জমার বিজ্ঞপ্তি ২০২২ ও করণীয়।সুপ্রিয় সহকর্মীবৃন্দ, উষ্ণ অভিবাদন। আপনারা খুশি হতে পেরেছেন কিনা জানি না তবে আপনাদের পরিবার খুশিতে কেঁদে দিয়েছে। আপনার পিতা-মাতা, ভাই-বোন এবং স্বামী-স্ত্রীর চেয়ে বেশি খুশি আজকে এই ধরনীতে আর কেউ নাই। আপনাদের কিছু করনীয় আছে।

 

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভূক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০২০” এর আলোকে নেত্রকোণা জেলায় লিখিত ও মৌখিক পরীক্ষায় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে নিম্নবর্ণিত সময়সূচী অনুযায়ী সংশ্লিষ্ট কাগজপত্রসহ স্বশরীরে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে উপস্থিত হয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

Read More:

 

আপনার জেলার নোটিশ যেভাবে পাবেনঃ

dpo-khulna-Google-Search

 

  • আপনার জেলার উত্তীর্ণদের কাগজপত্র জমার নোটিশ খুঁজতে লিখুন, dpo তারপর জেলার নাম।,
  • যেমনঃ dpo Khulna
  • তারপর নোটিশ বোর্ড চেক করুন।

639ad7b119466769900630-page-001

 

নোটিশের তারিখ হতে আগামী ৩১ তারিখের মধ্যে করণীয়ঃ

১. সকল সনদপত্রের মুল কপি, নাগরিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মুল কপি এবং অনধিক ৩ মাস পূর্বের ৮ কপি ছবি (সত্যায়িত) গুছিয়ে ফাইলে রাখবেন।

  • সকল ধরনের কাগজের কমপক্ষে ০৩-০৫ সেট সত্যায়িত ফটোকপি সবসময় সাথে রাখবেন। যে কোন প্রয়োজনে লাগতেই থাকবে।

 

২. ওয়েব সাইট কিংবা লাইব্রেরি থেকে পুলিশ ভেরিফিকরশনের ২ সেট সংগ্রহ করে তা স্পষ্টভাবে পূরণ করে রাখবেন৷ আপনার ঠিকানা, মোবাইল নম্বর, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম এবং বিগত ৫ বছর কোথায় ছিলেন সেটা স্পষ্ট অক্ষরে লিখবেন।

  • ২ জন গেজেটেড কর্মকর্তার নাম দিতে হবে। এটা নিয়ে টেনশন করার দরকার নাই। শুধু দেয়ার জন্যই দেয়া!

 

৩. মেডিকেল খুব গুরুত্বপূর্ণ বিষয়। জেলা সিভিল সার্জন অফিসের অনুমতিক্রমে সরকারি প্রতিষ্ঠান থেকে ডোপটেষ্ট করাবেন। ৯০০ টাকা নিবে। বেসরকারি প্রতিষ্ঠান থেকেও করাতে পারেন তবে সেটা সিভিল সার্জনের অনুমোদিত ল্যাবে৷ এখানে খরচ কয়েকগুন। যেহেতু প্রার্থী অনেক তাই যতদ্রুত সম্ভব ডোপ টেস্ট করিয়ে রাখবেন। সাথে ইউরিনও করাবেন। বুকের এক্সরে এবং অন্যান্য টেষ্ট সিভিল সার্জন অফিসের অনুমোদনক্রমে করাবেন। চোখের চেষ্ট ওখানেই হবে।

  • তারাই আপনাকে স্বাস্থ্য সনদ দিবে৷ কোন ধরনের টেনশন নাই৷ আজ অবধি এখান থেকে কেউ বাদ পড়েনি। সিভিল সার্জন অফিশে সরকারি খরচ বাবদ ৪৫০ টাকা দিতে হবে। কিছুটা কম/বেশি হতে পারে।

 

৪. আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি, চৌকিদার, মেম্বর এবং চেয়ারম্যানকে আপনার চাকুরির বিষয়টি অবহিত করে রাখবেন। যে সকল অফিসার ভেরিফিকেশন করার জন্য আসবে তাদের সর্বাত্মক সহায়তা ও আপ্যায়ণ করবেন।

  • যদি কারো নামে কোন মামলা থাকে যতদ্রুত সম্ভব মিটিয়ে ফেলবেন।

 

৫. যতোটা সম্ভব বিনয়ী হবেন। এ উপদেশ/পরামর্শ সারাজীবনের জন্য। বিনয় কখনোই আপনাকে ছোট করবে না বরং এতো বড় করবে যে আপনিই আপনাকে চিনতে পারবেন না!

৬. আপনার উপজেলার যে ব্যাংকের শাখাটি সবচেয়ে নিরিবিলি সে ব্যাংকে একটি একাউন্ট করে রাখবেন।

৭. অফিসের কোন স্টাফের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না। তারা হয়তো আপনাকে ধারণ করতে পারবে না তবে আপনি তাদের সম্মান করবেন। এতে আপনার সম্মান বাড়বে।

 

  • আরও অনেক কথা আছে। পদায়ন সম্পর্কিত ব্যাপারে পরামর্শ আছে। সে সব কথা আরেকদিন হবে। যদি ব্যক্তিগত কোন পরামর্শ দরকার হয় তবে নক দিবেন। আমি আপনাদের লোক।

 

রাজু আহমেদ
সহকারী শিক্ষক(সাবেক)
সরকারি প্রাথমিক বিদ্যালয়।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের ফলাফল ২০২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পত্র ২০২৪ পিডিএফ ডাউনলোড

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ২০২০ এর ফলাফলের ভিত্তিতে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক …