বাংলাদেশ পুলিশ বাহিনীতে ২০২৪ সালের বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। অনলাইনে পদটির জন্য আবেদন শুরু ২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ। আবেদন করা যাবে ২২ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীগণ অনলাইনে আবেদন ফরমে পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলিসহ অন্যান্য তথ্যাদি নিয়ে উল্লেখ করা হলো।
এস আই নিয়োগ যোগ্যতা – এস আই নিয়োগ শিক্ষাগত যোগ্যতা
আরও পড়ুন:
সাব ইন্সপেক্টর নিয়োগ শিক্ষাগত যোগ্যতা:
- অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত;
- কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে।
সাব ইন্সপেক্টর নিয়োগ বয়স সময়সীমা:
- ২৭ মে ২০২৩ তারিখে সাধারণ এবং অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে।মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসসীমা ১৯ থেকে ৩২ বছর। প্রার্থীর বয়স ২৭ মে ২০২০ খ্রিস্টাব্দে ১৯ হতে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। উল্লেখ্য যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার তারিখ- ২২.০৯.২০২২ এর নির্দেশনা অনুযায়ী ২৫ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ যাদের বয়স ২৭ বছর (বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর অতিক্রান্ত হয়নি তারাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।
সাব ইন্সপেক্টর নিয়োগ জাতীয়তাঃ
- প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
এসআই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন নিচের ছবিতে
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বডি মাস ইনডেক্স অনুযায়ী বয়স ও উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত ও জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
এসআই (নিরস্ত্র) হতে আগ্রহী প্রার্থীদের আগে আবেদন করতে হবে না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিস্তারিত তথ্য জানার জন্য নিচে ছবি সংযুক্ত করে দেওয়া হল
সাব ইন্সপেক্টর নিয়োগ যোগ্যতা | এস আই নিয়োগ যোগ্যতা – এস আই নিয়োগ শিক্ষাগত যোগ্যতা