জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২- Jagannath University Job Circular

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ০৩ জন প্রভাষক; গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ০১ জন অধ্যাপক ও মাইক্রোবায়োলজি বিভাগে ০১ জন সহযোগী অধ্যাপক নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে online-এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২- Jagannath University Job Circular

unnamed-2022-12-08-T210051-985

Apply: https://job.jnu.ac.bd/

 

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল ও সাধারণ শর্তাবলীসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং online-4 আবেদন করার বিস্তারিত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.job.jnu.ac.bd-এ পাওয়া যাবে। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ৯০০.০০ (নয়শত) টাকা এবং প্রভাষক পদের জন্য ৬০০.০০ (ছয়শত) টাকা SureCash / Nagad / Rocket-এর মাধ্যমে Payment করতে হবে।

 

শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত প্রতিলিপি, সকল গবেষণা প্রবন্ধ/প্রকাশনা’র কপি (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ (তিন) কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে online-এ দাখিলকৃত আবেদন ফরম-এর প্রিন্ট কপিসহ আবেদনপত্র {অধ্যাপক ও সহযোগী
অধ্যাপক পদের জন্য ১১ (এগার) সেট এবং প্রভাষক পদের জন্য ৮ (আট) সেট) নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে (ডাকযোগে/কুরিয়ার সার্ভিস-এর মাধ্যমে/সরাসরি) পৌঁছাতে হবে।

 

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য আগামী ১৫/০১/২০২৩ এবং প্রভাষক পদের জন্য আগামী ২৬/১২/২০২২। চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin