জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – JNU Job Circular 2024

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে Online এ www.hrm.erp.jnu.ac.bd/employee_online_application) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র-এর সত্যায়িত প্রতিলিপি, সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ (তিন) কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে online -এ দাখিলকৃত আবেদন ফরম-এর প্রিন্ট কপিসহ ০৮ (আট) সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র ১৮/০৩/২০২৪ তারিখের মধ্যে (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময় সকাল ৮.০০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত) নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে (ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি) পৌছাতে হবে। উল্লিখিত পদের জন্য ৬০০.০০ (ছয়শত) টাকা SuerCash/Rocket – এর মাধ্যমে Payment করতে হবে ।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – JNU Job Circular 2024

Apply: https://job.jnu.ac.bd/

 

বিজ্ঞাপিত পদে সরাসরি কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সর্বমোট সক্রিয় চাকরিকাল/অভিজ্ঞতা নিম্নরূপভাবে গণনা করা হবে:

  • ক) পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাকুরীকালের ৭৫% তবে স্ব-পদের/ফিডার পদের পূর্ণ চাকুরীকালসহ সর্বোচ্চ ১২(বার) বছর।
  • খ) সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীকালের ৬০% তবে সর্বোচ্চ ১০ (দশ) বছর।
  • গ) সরকারি ব্যাংক/সরকারি উন্নয়ন প্রকল্প ও এমপিওভুক্ত স্কুল কলেজের ইনডেক্সধারী ব্যক্তির চাকুরীকালের ৫০% তবে সর্বোচ্চ ১০(দশ) বছর ।
  • ঘ) একজন কর্মকর্তাকে যোগদানের ছয় মাসের মধ্যে অতীত চাকুরীকাল গণনার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) আবেদন করতে হবে।
  • ঙ) কোন প্রকার খন্ডকালীন অথবা চুক্তিভিত্তিক অথবা বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরীর সময়কাল চাকুরীকাল হিসেবে গণনা করা হবে না ।

গত ৩/১২/২০১৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭০তম সভার পূর্বে যে সকল কর্মকর্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগদান করে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে ৭নং শর্ত প্রযোজ্য হবে না । কর্তৃপক্ষ কোন কারণ প্রদর্শন ব্যাতিরেকে যে কোন আবেদনপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। আবেদনপত্রের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরত দেয়া হবে না। লিখিত পরীক্ষায়/সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না ৷

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …