তৃতীয় গণবিজ্ঞপ্তির ২য় ধাপ ও বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২ এর নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে গত ৩০.০৩.২০২২ তারিখে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় ২য় ধাপে ৭০১৭ জন প্রার্থী এবং গত ০৬.০২.২০২২ তারিখে বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২ এর আওতায় ৪৭৫২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
তৃতীয় গণবিজ্ঞপ্তির (২য় ধাপ ও বিশেষ) নিয়োগ সুপারিশ ২০২২
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের 24.11.2022 তারিখের স্মারক নং ৩৭.00.0000.073.101.19.২১ (অংশ-১)-৩১২ এর নির্দেশনা অনুযায়ী পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় ৩য় গণবিজ্ঞপ্তির ২য় ধাপে ৭০৪ জনকে এমপিও পদে ও ২০৭ জনকে ননএমপিও পদে এবং বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২ এর ৩৪৬৩ জনকে এমপিও পদে ও ৩৫৬ জনকে ননএমপিও পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে SMS এর মাধ্যমে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীকে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএ’র ওয়েবসাইট থেকে সুপারিশপত্র ডাউনলোড পূর্বক প্রিন্টেড কপি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো।
৩য় গণবিজ্ঞপ্তির ২য় ধাপে প্রাথমিকভাবে নির্বাচিত অবশিষ্ট ৬১০৬ জন প্রার্থী ও বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২ এর অবশিষ্ট ৯৩৩ জন প্রার্থী ভি রোল ফরম/৩য় গণবিজ্ঞপ্তির সুপারিশপত্র জমা না দেয়ায়, এনটিআরসিএ’র বিজ্ঞপ্তি অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশীট দাখিল না করায় এবং সনদ দাখিল করা সত্ত্বেও কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকায় এ সকল প্রার্থীকে সুপারিশ করা সম্ভব হয়নি।