সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২

পঞ্চদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি। মৌখিক পরীক্ষার তারিখঃ ২৭-১২-২০২২ তারিখ থেকে ১৯-০১-২০২৩ তারিখ পর্যন্ত। পঞ্চদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২২ এর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগের উদ্দেশ্যে গৃহীত পঞ্চদশ বিজেএস পরীক্ষা, ২০২২ এর লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত রোলনম্বরধারী ৫৬৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ পরীক্ষার্থীগণের মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

 

সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২

 

unnamed-2022-12-06-T180517-623

 

unnamed-2022-12-06-T180522-302

 

unnamed-2022-12-06-T180527-055

 

সহকারী জজ নিয়োগ পরীক্ষার ভাইভা ২০২২:

ক) মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীকে নিম্নলিখিত কাগজপত্র সাথে আনতে হবে।

(কোনো কাগজের এপিঠ-ওপিঠ প্রিন্ট/ফটোকপি করা যাবে না; পৃথক পৃষ্ঠা ব্যবহার করতে হবে )

(অ) কমিশনের ওয়েবসাইট www.bjsc.gov.bd হতে BJSC Form II এর কালার প্রিন্ট নিতে হবে। উক্ত ফরম স্বহস্তে পূরণ করে তার সাথে নিম্নবর্ণিত কাগজপত্রের মূল ও একসেট সত্যায়িত ফটোকপি (A4 সাইজের অফসেট কাগজে) নিম্নোক্ত ক্রমানুসারেই দাখিল করতে হবে।

 

  • ১। অনলাইনে পূরণকৃত BJSC Form I এর কালার প্রিন্টকপি।
  • ২। এস.এস.সি/সমমান পরীক্ষা পাসের সনদ ও নম্বরপত্র।
  • ৩ । এইচ.এস.সি/সমমান পরীক্ষা পাসের সনদ ও নম্বরপত্র।
  • ৪। আইন বিষয়ে স্নাতক/সম্মান/এলএল.এম. পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীর ক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়ার তারিখ উল্লিখিত অবতীর্ণ সনদ ।
  • ৫। আইন বিষয়ে স্নাতক/সম্মান/এলএল.এম. পরীক্ষা পাসের সনদ ও নম্বরপত্র (একাধিক অংশসহ)।
  • ৬। স্নাতক ও তদূর্ধ্ব ডিগ্রি থাকলে এর সনদ ও নম্বরপত্র।

 

  • ৭। স্নাতক/সমমান/এলএল.এম. পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ইস্যুকৃত শতকরা হারে পরিবর্তিত প্রাপ্ত নম্বরের প্রত্যয়নপত্র (প্রত্যয়নপত্রের নমুনা কপি ওয়েবসাইটে পাওয়া যাবে)।
  • ৮। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
  • ৯। আবেদনপত্রে উল্লিখিত স্থায়ী ঠিকানার সমর্থনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান (ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন) কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/জাতীয়তা সনদপত্র ।
  • ১০। জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট।
  • ১১ । চাকুরি হতে অপসারণ আদেশ/ইস্তফাপত্র/অনাপত্তিপত্র ছাড়পত্র (ক্ষেত্রমতে)।
  • ১২। কমিশনের ওয়েবসাইট হতে ঠিকানা ফরম (Address Form) ডাউনলোড করে পূরণকৃত ফরম।

 

(আ) কমিশনের ওয়েবসাইট www.bjsc.gov.bd হতে পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম (Police Verification Form) ডাউনলোড করে পূরণকৃত ফরম (চারটি) এর সাথে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ইস্যুকৃত চারিত্রিক সনদের সত্যায়িত ফটোকপি (চারটি) নিজ নিজ মৌখিক পরীক্ষার দিন জমা দিবেন;

 

(ই) এছাড়া কমিশন কর্তৃক পরবর্তীতে অন্য কোনো কাগজ সাথে আনার জন্য পৃথকভাবে নির্দেশ দেওয়া হলে সে কাগজ ।

 

খ) প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইতঃপূর্বে ডাউনলোডকৃত প্রবেশপত্র হারিয়ে বা নষ্ট হয়ে গেলে BJS Online Registration System এ login করে প্রবেশপত্রের প্রিন্ট নেওয়া যাবে।

গ) মৌখিক পরীক্ষা শুরু হবার তথা পূর্বাহ্ণ ৯.০০ ঘটিকার/অপরাহ্ণ ১.৩০/২.০০ ঘটিকার (ক্ষেত্রমতে) অন্ততঃ ৩০ মিনিট পূর্বে কমিশন
সচিবালয়ে উপস্থিত হতে হবে এবং এক্ষেত্রে পরীক্ষার্থীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।

ঘ) অনিবার্য কারণে উপরে বর্ণিত সময়সূচি অনুযায়ী কমিশন কর্তৃক কোনো তারিখের মৌখিক পরীক্ষা সম্পূর্ণ বা আংশিক গ্রহণ করা সম্ভব না হলে, উক্ত তারিখের মৌখিক পরীক্ষা কত তারিখে ও কোন সময়ে গ্রহণ করা হবে তা যথাসময়ে কমিশন সচিবালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.bjsc.gov.bd এ প্রকাশ করা হবে।

ঙ) প্রকাশিত বিজ্ঞপ্তি যথাপোযুক্ত কারণে সংশোধন/পরিবর্তন/পরিবর্ধনের অধিকার সংরক্ষিত।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …