ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – egcb Job Circular 2024

ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি)-এ নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি)-এ নিম্নবর্ণিত পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীকে নিজ নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, ১৯ মার্চ,২০২৪ তারিখে বয়স, জাতীয় পরিচয়পত্র নম্বর, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা,ধর্ম, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, অভিজ্ঞতা ( প্রতিষ্ঠানের নাম ও কর্মকালসহ), বিশেষ কোটায় আবেদন করলে তা উল্লেখ পূর্বক মহাব্যবস্থাপক (এইচআরএম), কর্পোরেট অফিস, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ (ইজিসিবি) লিঃ, ইউনিক হাইটস (লেভেল-১৫ ও ১৬), ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহনের শেষ তারিখ 28/03/2024 খ্রিঃ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে আবেদন পত্র ইজিসিবি’র কর্পোরেট দপ্তরে পৌঁছাতে হবে।

 

ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – egcb Job Circular 2024

 

 

ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের সম্প্রতি ১১ টি পদে মোট ৩০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ০৬-১২-২০২২ থেকে । আবেদন করা যাবে ২৬-১২-২০২২ পর্যন্ত। প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে । আগ্রহী প্রার্থীরা (http://egcb.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৬-১২-২০২২ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।

ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – egcb.teletalk.com.bd apply

unnamed-2022-12-05-T211738-199

unnamed-2022-12-05-T211744-782

unnamed-2022-12-05-T211752-741

 

ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিঃ নিয়োগ সাধারণ শর্তাবলীঃ

১। সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান অথবা সরকারি মালিকানাধীন কোম্পানীতে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অনলাইনে আবেদনকরতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিজ দপ্তরের ছাড়পত্রের মূল কপি আনতে হবে।

২। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। সন্তোষজনক কর্মসম্পাদনের ভিত্তিতে চাকরির চুক্তি পর্যায়ক্রমে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

৩। ক্রমিক নং-১ থেকে এর ক্ষেত্রে শিক্ষা জীবনের কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না এবং গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে ৫ স্কেলে ন্যূনতম ৩ এবং ৪ স্কেলে ন্যূনতম ২.৫ প্রাপ্ত হতে হবে। তবে, ইহা ক্রমিক নং-৫-১১-এ বর্ণিত পদের প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

৪। ক্রমিক নং-৩ থেকে ৬ এবং ক্রমিক নং-৮ থেকে ১১ এ বর্ণিত পদসমূহে প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়স ৩২ বছর, তবে মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যার পুত্র/কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।

৫। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২/০৯/২০২২  তারিখের ০৫.০০.০০০০.১৭০.11.017.20.149 সংখ্যক স্মারক মোতাবেক উপরোক্ত সকল পদের প্রার্থীদের  সর্বোচ্চ বয়সসীমা ২৫/০৩/২০২০ তারিখে নির্ধারিত হবে।

৬। অনলাইনে যথাযথভাবে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য হতে বিধি মোতাবেক মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) জন্য ডাকা হবে।

৭।

  • ক) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জারীকৃত ১৮.১০.২০২০ খ্রিঃ তারিখের ৪৮.০০.০০০০.০০3.25.019.20.875 নং পরিপত্রে বর্ণিত প্রমাণকসমূহের মধ্যে যেকোন একটিতে আবেদনকারী প্রার্থী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান তার নাম থাকতে হবে। উক্ত নামের সাথে আবেদনপত্রে উল্লিখিত বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম এবং ঠিকানা এক ও অভিন্ন হতে হবে।
  • খ) আবেদনকারী প্রার্থী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার স্থায়ী ঠিকানার সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্রে প্রার্থীর পিতা/মাতার নাম এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান নাম উল্লেখসহ বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের সুস্পষ্ট প্রত্যয়ন থাকতে হবে।

৮। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বা বেশী হতে পারে।

৯। কর্তৃপক্ষ প্রয়োজনে ‘Short Listed’ প্রার্থীদের লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করতে পারে।

১০। নিয়োগকৃতদের ইজিসিবি লিঃ এর অধীনস্থ যে কোন এলাকায় বিদ্যুৎ কেন্দ্র/স্থাপনা/প্রকল্পে কাজ করতে হবে।

১১। উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদেরকে আবেদনপত্রে বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদন ফরমে তা উল্লেখ না করা থাকলে পরবর্তীতে উহা উদ্ঘাটিত হলে কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ তার তাৎক্ষণিক চাকরিচ্যুতি করার ক্ষমতা সংরক্ষণ করে।

১২। ইজিসিবি-এ কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা ১০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ইজিসিবিতে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অন-লাইনে আবেদন করতে হবে।

১৩। নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য সকল বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

১৪। আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে উক্ত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সনদপত্র দাখিল করতে হবে।

১৫। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র দাখিল করতে হবে। জেলা প্রশাসক ব্যতিত অন্য কোন কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণ করা হবে না।

 

১৬। অভিজ্ঞতার সনদ অবশ্যই যেকোন প্রতিষ্ঠান থেকে থাকতে হবে। অভিজ্ঞতার সনদে সময়কাল সুনির্দিষ্ট তারিখ উল্লেখসহ সনদ প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে হতে হবে এবং উহাতে প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশন নং/ট্রেড লাইসেন্স নং (তারিখসহ) ও ফোন নং, ঠিকানা থাকতে হবে। এছাড়া সনদ প্রদানকারী কর্মকর্তার স্বাক্ষরের সাথে নাম, তারিখ ও দাপ্তরিক সীল থাকতে হবে।

 

১৭। প্রতিবন্ধী কোটার প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক/সমমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ দপ্তরের লেটার হেড প্যাডে এবং প্রতিবন্ধী সংক্রান্ত আইডেনটিটি কার্ড এর সত্যায়িত কপি দাখিল করতে হবে।

 

১৮। কোন ক্ষেত্রে কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (Substantive) ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যেকোন পর্যায়ে বা তৎপরবর্তীতে উক্ত প্রার্থীর প্রার্থিতা প্রার্থীকে কোনরূপ অবহিত করণ ব্যতিরেকে বাতিল করা হবে।

 

১৯। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

২০। কোন প্রকারের তদবির প্রার্থীর অযোগ্যতা প্রমান করবে।

২১। ইজিসিবিতে নিয়োগের ক্ষেত্রে ইজিসিবিতে কমপক্ষে ৫ বছর চাকরি করার শর্ত আরোপ করা হতে পারে এবং সে ক্ষেত্রে বন্ড নেয়াসহ সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট ৫ বছরের জন্য জমা নেয়া হতে পারে।

২২।

  • ক. আগ্রহী প্রার্থীগণ ‘অনলাইন’ পদ্ধতিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবলিংক http://egcb.teletalk.com.bd অথবা ইজিসিবি লিঃ এর ওয়েবসাইট লিংক-http://www.egcb.com.bd/welcome/ view_career এর মাধ্যমে ০৬/১২/২০২২ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৬/১২/২০২২ তারিখ বিকাল ৪:০০ ঘটিকা মধ্যে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
  • উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
  • খ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন।
  • উক্ত Applicant’s copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ
  • ক্রমিক নং-১-২ এ বর্ণিত পদের প্রার্থীদের ৬০০/- (ছয়শত)স টাকা,
  • ক্রমিক নং-৩ ও ৪ এ বর্ণিত পদের প্রার্থীদের ৫০০/- (পাঁচশত) টাকা,
  • ক্রমিক নং-৫-৭ এ বর্ণিত পদের প্রার্থীদের ২০০/- (দুইশত) টাকা এবং
  • ক্রমিক নং-৮- ১১ এ বর্ণিত পদের প্রার্থীদের ১০০/- (একশত) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

 

  • প্রথম SMS: EGCBUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
  • Example: EGCB ABCDEF
  • Reply: Applicant’s Name, Tk-500/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type
    EGCB < Space > Yes < Space > PIN and send to 16222.
  • দ্বিতীয় SMS: EGCB Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
  • Example: EGCB YES 12345678
  • Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for EGCB Application for post xxxxxxxxx
    User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

 

২৩। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার পূর্বে সংশ্লিষ্ট সকল কাগজ-পত্র/তথ্যাদি/ডকুমেন্ট এর সত্যায়িত কপি ইজিসিবি লিঃ কর্তৃক নির্দেশিত সময় ও
স্থানে প্রেরণ নিশ্চিত করতে হবে।

২৪। অন-লাইন আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে অথবা vas.query@teletalk.com.bd-এ ই-মেইলে যোগাযোগ করা যাবে।

২৫। কোন কারণ দর্শানো ব্যতিরেকে ইজিসিবি লিঃ কর্তৃপক্ষ উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিলসহ যে কোন দরখাস্ত/সকল দরখাস্ত বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …