প্রাথমিক বৃত্তি ২০২২’ এর পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা ভিত্তিক তথ্য প্রেরণ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর- ৩৮,০০,০০০,০০8,38,021,17,৩৫৭, তারিখ: ২৮ নভেম্বর 2022।
প্রাথমিক বৃত্তি ২০২২ পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা ভিত্তিক তথ্য প্রেরণ
উপযুক্ত বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গত ২৮ নভেম্বর ২০২২ তারিখ প্রাথমিক শিক্ষা সমাপনীতে মেধা বৃত্তি প্রদানের বিকল্প মেধা যাচাই পদ্ধতি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্তমানে প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে প্রাথমিক বৃত্তি প্রদান অব্যাহত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
চলতি বৎসর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই বৃত্তি পরীক্ষা গ্রহণ করতে হবে। উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রতিটি উপজেলা সদরে অনুষ্ঠিত হবে। উক্ত বৃত্তি প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা জানা প্রয়োজন।
এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে তাঁর আওতাধীন সকল ধরণের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্রের তথ্য নিম্নোক্ত ছকে আগামী ০৬ ডিসেম্বর ২০২২ তারিখ ddestabdpe@gmail.com মেইলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।