সিলেট কর কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অধিশাখা-২ (কর) এর নথি নং- ০৮.০০.০০০০.০৩৭.১১.০২৯.১৭.৯৭, তারিখ: ২৬/০২/২০২০ইং অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল-সিলেট এর শূণ্য পদে স্বারক নং প্র- ৩/ক:অ:-সিলেট/২০২০-২০২১/৭৪২, তারিখ : ২৪/১২/২০২০ তারিখের মূলে ২৬/১২/২০২০ খ্রি: তারিখের বিভিন্ন দৈনিক পত্রিকায় কর অঞ্চল- সিলেট এর ৯(নয়) টি ক্যাটাগরীর মোট ৭১ (একাত্তর) টি শুণ্য পদে কর বিভাগ (১০ম গ্রেড হইতে ২০তম গ্রেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৬ মোতাবেক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
সিলেট কর কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ২০২২
উক্ত বিধিমালার আলোকে নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং-(১) কম্পিউটার অপারেটর, গ্রেড- ১১; (৫) গাড়ি চালক, গ্রেড-১৬; (৭) নোটিশ সার্ভার, গ্রেড-২০ এবং (৯) নিরাপত্তা প্রহরী, গ্রেড-২০ এই ০৪ (চার) টি ক্যাটাগরীতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উল্লিখিত নিয়োগ বিজ্ঞপ্তির অবশিষ্ট ক্রমিক নং- (২) সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড-১৩; (৩) উচ্চমান সহকারী, গ্রেড-১৪; (৪) সাঁট -মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, গ্রেড-১৪; (৬) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড-১৬ এবং (৮) অফিস সহায়ক, গ্রেড-২০ এর ০৫ (পাচ) টি ক্যাটাগরীর শুণ্য পদ সমূহে নিয়োগের জন্য-
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, পরীক্ষা পদ্ধতি ইত্যাদির ক্ষেত্রে “মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯” অনুসরণযোগ্য বিধায় বিগত ১১/১০/২০২২ তারিখের বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশক্রমে উক্ত পদ সমূহের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম বাতিল করা হলো। এ বিষয়ে পরবর্তীতে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।