পুলিশ হেডকোয়ার্টার্স স্মারক নং-৪৪.০১.০০০০,০২৮/০১৮,329,20235/১৯৭৬, তাং-০৭/১১/২০২২ খ্রিঃ ও রাষ্ট্র মন্ত্রণালয় স্মারক নং- 68.00.0000.008.21.828 – ১২/১০/২০১২ খ্রিঃ এর পরিপ্রেক্ষিতে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের কার্যালয়ে নিম্নে বর্ণিত শূন্য পদের বিপরীতে ২০১৫ সনের জাতীয় বেতন স্কেলে প্রদেয় বেতন ভাতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং চট্টগ্রাম বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে আবেদন / দরখাস্ত আহবান করা যাচ্ছে।
চট্রগ্রাম পুলিশ রেঞ্জ ডিআইজির কার্যালয় নিয়োগ ২০২২