৪১তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৩

৪১তম বি.সি.এস. পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি (২য় পর্ব) Searchable PDF সহ। পরীক্ষার তারিখঃ ৫ মার্চ – ১৬ মে ২০২৩। ৪১তম বি.সি.এস. পরীক্ষা, ২০১৯ এর লিখিত পরীক্ষায় সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের জন্য সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী ৫৮১৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

 

PDF টিতে বাংলা লিখা গুলো ভালোভাবে নেই। এই PDF Open করে আপনার Registration নং লিখে সার্চ করুন এবং সেটি কত নং পেজে আছে দেখে নিন। এর পরে PSC’র ওয়েবসাইট থেকে Original PDF ডাউনলোড করে সেই পেজে গিয়ে আপনার Registration মিলিয়ে নিন। Searchable PDF টি দেয়া হল যাতে করে আপনারা সহজে সার্চ করে আপনাদের Registration খুঁজে পান। আশাকরি বিষয়টি আপানারা বুঝবেন।

 

ভাইবা পরীক্ষার সময়সূচি.pdf

 

 

 

 

৪১তম বি.সি.এস. পরীক্ষার (২য় পর্ব) সময়সূচি ২০২৩

BCS-page-001

৪১তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৩ pdf


৪১তম বি.সি.এস. পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারের পদসমূহের জন্য সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী ৬০৩৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

 

৪১তম বি.সি.এস. পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ০৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন। ৪১তম বি.সি.এস. এর মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ ০৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ বিশেষ বিবেচনায় নিম্নোক্তভাবে পুন:নির্ধারণ করা হলো।

 

 

 

৪১তম বি.সি.এস. পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ০৩ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন। ৪১তম বি.সি.এস. এর মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ ০৩ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ বিশেষ বিবেচনায় নিম্নোক্তভাবে পুন:নির্ধারণ করা হলো।

unnamed-19

৪১তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৩

unnamed-2022-11-29-T180432-998

 

৪১তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৩ পিডিএফ ডাউনলোড

২.০) মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য কমিশন হতে ডাকযোগে কোন সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) কর্তৃক স্বাক্ষরিত ৪১তম বি.সি.এস. এর সাক্ষাৎকারপত্রটি কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে আপলোড করা থাকবে। কমিশন কর্তৃক মৌখিক পরীক্ষাসূচি ঘোষণার পর ৪১তম বি.সি.এস. এর সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইট হতে প্রার্থী ডাউনলোড করে সংগ্রহ করবেন।

 

কমিশন কর্তৃক ঘোষিত ৪১তম বি.সি.এস. এর মৌখিক  পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রার্থীর জন্য নির্ধারিত মৌখিক পরীক্ষার তারিখ, রেজিস্ট্রেশন নম্বর এবং নাম সাক্ষাৎকারপত্রের ১নং অনুচ্ছেদের নির্ধারিত স্থানে প্রার্থী স্বহস্তে লিখবেন। মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারপত্রে বর্ণিত কাগজপত্র এবং সাক্ষাৎকারপত্রসহ প্রার্থী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকাস্থ প্রধান কার্যলয়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হবেন। কোন প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে উক্ত প্রার্থীর মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না এবং তার প্রার্থিতা বাতিল হবে।

 

৩.০) নির্ধারিত অনলাইন ফরম অর্থাৎ BPSC Form-1 (Applicant’s Copy) জমাদান:

৪১তম বি.সি.এস. পরীক্ষা-২০১৯ এর বিজ্ঞাপনের ১৪ নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীবৃন্দ ৪১তম বি.সি.এস. এর জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট হতে ডাউনলোড করে সংগ্রহ করবেন। কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম নিম্নে ৪ নম্বর অনুচ্ছেদে বর্ণিত কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার
দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, সংশ্লিষ্ট সকল সনদ/কাগজপত্রসহ BPSC Form-1 মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

8.০) ৪১তম বি.সি.এস. এর জন্য নির্ধারিত অনলাইন ফরম অর্থাৎ BPSC Form-1 [ Applicant’s Copy] এর সাথে প্রার্থীকে নিম্নোক্ত সনদ/প্রত্যয়নপত্র/ ডকুমেন্টস এর ২ (দুই) সেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে এবং মূল সনদসমূহ বোর্ডে প্রদর্শন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

নিম্নের ক্রম নম্বর অনুযায়ী কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং প্রতিটি ডকুমেন্ট এর ওপর সংশ্লিষ্ট ডকুমেন্টের ক্রম নম্বর লিখতে হবে।

  • ৪.১)  প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনধিক ৩ (তিন) মাস পূর্বে তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি BPSC Form-1 এর ওপরে বামপাশে স্ট্যাপলারের সাহায্যে সংযুক্ত করতে হবে;
  • ৪.২) বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এস.এস.সি./সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি। “ও- লেভেল” এবং “এ-লেভেল” উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ। উল্লেখ্য, বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ;
  • ৪.৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি ;
  • ৪.৪) চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীদের সনদ/মার্কশিট/টেস্টিমোনিয়ালে যদি ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) উল্লেখ না থাকে তবে অর্জিত ডিগ্রি ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) মর্মে বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায়, তাদের অর্জিত ডিগ্রি ৩ বছর মেয়াদি হিসেবে বিবেচনা করা হবে;
  • ৪.৫) বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে ২৭.১১.২০১৯ তারিখে প্রকাশিত ৪১তম বি.সি.এস. পরীক্ষার বিজ্ঞাপনের ১.২ অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি;

 

  • ৪.৬) মেডিকেল (এম.বি.বি.এস.) ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বি.এম. ডি.সি., পশুপালন (ডি.ভি.এম.) ডিগ্রিধারীদের ক্ষেত্রে ভেটেরিনারি কাউন্সিল এবং অন্যান্য বিষয়ে ডিগ্রিধারীদের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন
    সনদের একটি সত্যায়িত ফটোকপি। আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানার সাথে বি.এম.ডি.সি./ভেটেরিনারি কাউন্সিলের সনদে বর্ণিত ঠিকানায় পরিবর্তন হয়ে থাকলে জাতীয় পরিচয়পত্র (NID) এর সত্যায়িত ফটোকপি বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভার চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার, নোটারি পাবলিক অথবা প্রথম শ্রেণির (গ্রেড-৯) বা তদূর্ধ্ব সরকারি কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে;
  • ৪.৭) যে সকল প্রার্থী অবতীর্ণ (Appeared) প্রার্থী হিসেবে শর্তসাপেক্ষে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৪১তম বি.সি.এস. পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ০৪.০১.২০২০
    তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে মর্মে সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ন্ত্রক, বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ সংবলিত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি। লিখিত পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখবিহীন প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে না; ৪১তম বি.সি.এস. পরীক্ষার বিজ্ঞাপনের ৩৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীর ওজন (কে.জি.), উচ্চতা (সে.মি.) ও বুকের মাপ
  • ৪.৮) (সে.মি.) সম্পর্কে বি.এম. ডি. সি. রেজিস্ট্রার্ড মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি। প্রত্যয়নপত্রে মেডিকেল প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে;
  • ৪.৯) বর্তমানে কোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/স্থানীয় সরকার সংস্থার চাকরিতে নিযুক্ত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষ
    কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের (Clearance certificate) সত্যায়িত কপি;
    [ছাড়পত্রের ফরমেট কমিশনের ওয়েবসাইট হতে প্রার্থীবৃন্দকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে ]
  • ৪.১০) কোনো প্রার্থী সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/স্থানীয় সরকার সংস্থায় চাকরি থেকে ইস্তফা দান করলে বা চাকরি থেকে
    অপসারিত হলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র/গৃহীত ইস্তফাপত্র/অপসারণ আদেশের সত্যায়িত কপি ;

 

  • ৪.১১) প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি। উল্লেখ্য, জেলা প্রশাসক ব্যতীত অন্য কোনো কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণযোগ্য হবে না;
  • ৪.১২) প্রার্থী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদের সত্যায়িত ফটোকপি;
  • ৪.১৩) তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি;
  • ৪.১৪) যে সকল প্রার্থীর জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর রয়েছে সে সকল প্রার্থী NID এর সত্যায়িত কপি জমা দিবেন। যে সকল
    প্রার্থীর NID নম্বর নেই সে সকল প্রার্থী NID প্রাপ্তির পর কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর দরখাস্তসহ NID এর
    সত্যায়িত কপি জমা দিবেন। তবে NID না থাকার কারণে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে না;
  • ৪.১৫) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ২৬.০২.২০০২ তারিখের
    মুঃ বিঃ ম/সনদ-১/প্র-১/২০০২/০২ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের
    সত্যায়িত কপি;

অথবা

  • ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত
    পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি ;

 

  • ৪.১৬) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে সে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটের সত্যায়িত কপি। পিতা/মাতার
    মুক্তিযোদ্ধার সনদে বর্ণিত ঠিকানা অনলাইন আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্ন হলে মুক্তিযোদ্ধা সনদে বর্ণিত মুক্তিযুদ্ধকালীন ঠিকানার সপক্ষে এবং পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) এর সত্যায়িত ফটোকপি বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌর চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত দু’টি ভিন্ন ভিন্ন প্রত্যয়নপত্র জমা দিতে হবে;

 

  • ৪.১৭) স্থায়ী ঠিকানার সপক্ষে NID এর সত্যায়িত কপি, স্ব-স্ব সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র জমা দিতে হবে;
  • ৪.১৮) প্রাক্ চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফরমের সকল তথ্য পূরণ ও স্বাক্ষর করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ ফরমের ৩ (তিন) কপি মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে দাখিল করতে হবে।

অনলাইনে BPSC Form-3 পূরণ ও জমাদান:

  • বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web address: www.bpsc.gov.bd এবং Teletalk BD Ltd. এর Web address- http://bpsc.teletalk.com.bd-তে ৪১ তম বি. সি. এস. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য অতিরিক্ত তথ্য সংবলিত একটি সংক্ষিপ্ত অনলাইন BPSC Form-3 আপলোড করা থাকবে। অনলাইনে জমাদান এবং পূরণকৃত BPSC Form-3 ডাউনলোড করে ২ (দুই) কপি BPSC Form-1 এর সাথে জমা দিতে হবে।

 

  • ৬.০) BPSC Form-1 অনুপুঙ্খ যাচাইয়ের পর শুধু ত্রুটিমুক্ত আবেদনপত্রের বিপরীতে সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার একমাত্র যোগ্যতা নয়।
    লিখিত পরীক্ষায় কৃতকার্য হওয়া যে সকল প্রার্থী BPSC Form-1 পূরণ করে সংশ্লিষ্ট সকল কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে ব্যর্থ হবেন তাদের প্রার্থিতা বাতিল হবে এবং তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

 

  • ৭.০) BPSC Form-1 এ নাম, রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখসহ কোন গুরুতর [Substantive] ত্রুটি থাকলে পরবর্তীতে সংশোধনের কোন সুযোগ থাকবে না। গুরুতর ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হবে।
  • ৮.০) মৌখিক পরীক্ষার তারিখ কোনক্রমেই পরিবর্তন করা হবে না।
  • ৯.০) অবশিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পর্যায়ক্রমে পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে জানানো হবে।
  • ১০.০ বিজ্ঞপ্তিটি কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

44th Viva Exam Schedule 2024 – bpsc.gov.bd Viva Schedule

44th B.C.S. Exam 2021 Written Exam B.C.S. passed for its general cadre posts. The oral …