২০২৪ সালের SSC পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন পদ্ধতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ। এসএসসি পরীক্ষা ২০২৪-এর ফল পুনঃনিরীক্ষণ আবেদন করবেন যেভাবে। এসএসসি ফলাফল পুন:নিরীক্ষণের জন্য SMS (এসএমএস) এর মাধ্যমে ১৩/০৫/২০২৪ তারিখ থেকে ১৯/০৫/২০২৪ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা যাবে। টেলিটক অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানান যাচ্ছে যে, এসএসসি পরীক্ষা-২০২৪ এর উত্তরপত্র পুনঃনিরীক্ষারফল শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে পুনঃনিরীক্ষণের জন্য এস.এম.এস. করা যাবে ।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪ – এসএসসি ফল পুনঃনিরীক্ষণ আবেদন
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগে?
- প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা।
- দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রেই আবেদন করতে হবে।
- ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না।
- যে সকল বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে, শুধুমাত্র সে সকল বিষয়ে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে।
- হাতে লেখা কোন পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে না ।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ সময়সীমা:
- মোবাইলে এসএসসি পরীক্ষা ২০২৪-এর ফল পুন:নিরীক্ষণ পদ্ধতি। পুন:নিরীক্ষণের জন্য SMS (এসএমএস) এর মাধ্যমে ১৩/০৫/২০২৪ তারিখ থেকে ১৯/০৫/২০২৪ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা যাবে।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করবেন যেভাবে:
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে প্রথম মেসেজ:
- শুধুমাত্র টেলিটক মোবাইল থেকে নির্ধারিত ফি পরিশোধ করে ফল পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। মোবাইলের Message অপশনে গিয়ে RSC লিখে < Space> দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে < Space> দিয়ে রোল নম্বর লিখে < Space> দিয়ে Subject Code লিখে SMS করুন ১৬২২২ নম্বরে।
- যেমনঃ
- RSC CHI ROLL SUB CODE Send করুন ১৬২২২ নম্বরে ।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে দ্বিতীয় মেসেজ:
- ফিরতি এসএমএস-এ একটি PIN প্রদান করা হবে । ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC লিখে < Space> দিয়ে YES <Space> দিয়ে PIN Number <Space> দিয়ে Contact Mobile No. লিখে SMS করুন ১৬২২২ নম্বরে।
- যেমন-
- RSC YES 12345678 01515xxxxxx Send করুন ১৬২২২ নম্বরে ।
উল্লেখ্য, ফল পুন: নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে। প্রতি পত্রের জন্য আবেদন ফি ১২৫/- (একশত পঁচিশ) টাকা। ফল পুন:নিরীক্ষণের জন্য শুধুমাত্র Teletalk মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২২ – এসএসসি ফল পুনঃনিরীক্ষণ আবেদন
যশোর বোর্ড এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
ঢাকা বোর্ড এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
রাজশাহী বোর্ড এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
সিলেট বোর্ড এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
চট্টগ্রাম বোর্ড এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
ময়মনসিংহ বোর্ড এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
কুমিল্লা বোর্ড এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
দিনাজপুর বোর্ড এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম