সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ শুন্য পদ ২০২২

সামনের মাসেই আসতে পারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সার্কুলার (নন- ক্যাডার)। সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ সার্কুলারে (২০১৮) মোট পদ ছিলো ১৩৭৮ ( ১২ টি বিষয়ভিত্তিক আলাদা আলাদা পদে )।

সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ শুন্য পদ ২০২২

১. বাংলা ৩৬৫ টি

  • সাবজেক্ট কোড: ১০৮,১১৯,৯৯১

২.ইংরাজি  ১০৬টি

  • সাবজেক্ট কোড: ১২০,১১৯,৯৯১

৩.গণিত ২০৫ টি

  • সাবজেক্ট কোড: ১১৯,১০৫,৯৯৩

৪.সোস্যাল সাইন্স ৮৩টি

  • সাবজেক্ট কোড: ১৫৭,১২৬,১৩০,১৪৬,১৪৯,১১৮,১৪৮,১৫৬,১০২,১৫০,১২৯,১১৯,৯৯১,৯৯২

৫.ফিজিক্স ১০ টি

  • সাবজেক্ট কোড: ১৪৭,১০৪,১১৩,১০৩,১৪৫,১১০,১১৯,৯৯৩

৬.বায়োলজি ১১৮ টি

  • সাবজেক্ট কোড: ১৬৬,১১১,১৪০,১১৯,৯৯৩

৭.বিজনেস স্টাডিজ ০৮ টি

  • সাবজেক্ট কোড: ১০১,১০৯,১২১,১২১,১৩৭,১৩৮,১১৯,৯৯৪

৮.জিয়োগ্রাফি  ৫৪ টি

  • সাবজেক্ট কোড: ১২৪,১১৯,৯৯৩

৯.ফাইন আর্টস ৯২ টি

  • সাবজেক্ট কোড: ১২২,৯৯১

১০.ফিজিক্যাল এডুকেশন ৯৩ টি

  • সাবজেক্ট কোড: ১৮৯,৯৯১,৯৯২,৯৯৩,৯৯৪,৯৯৫

১১.রিলিজিওন  ১৭২ টি

  • সাবজেক্ট কোড: ১০৬,১৩১,৯৯১

১২.এগ্রিকালচার ৭২ টি

  • সাবজেক্ট কোড ২০১,৯৯৩

আরও পড়ুন: সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

আপনি যে বিষয়ে স্লাতক বা স্নাতকোত্তর শেষ করেছেন সেই বিষয়ের কোড মিললেই শুধু সেই সাবজেক্টে আবেদন করতে পারবেন।

সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি:

  • ২০০ মার্কসের প্রিলি
  • এরপর সোজা ভাইভা।

সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ প্রিলির মান বন্টন:

১. বাংলা: ৫০ মার্কস

  • ব্যাকরণ  ২০
  • সাহিত্য  ৩০

২. ইংরেজি: ৫০ মার্কস

  • গ্রামার-ঃ ৪৫
  • লিটারেচার -ঃ ৫

৩. সাধারণ জ্ঞান:

  • বাংলাদেশ ২০
  • আন্তর্জাতিক বিষয়াবলি ২০

৪.গণিত:

  • গণিত-ঃ ৫০
  • মানসিক দক্ষতা -ঃ ১০

৫. ভাইভা:

  • ৫০ মার্কস

প্রিলিতে যারা বেশী মার্কস তুলতে পারবেন তারা এগিয়ে থাকবেন।

মনে রাখবেন বাংলাদেশের ইতিহাসে এটাই একমাত্র নন- ক্যাডার (১০ম গ্রেড ) চাকরি যার শুধু প্রিলির পরে ডাইরেক্ট ভাইভা ( কোন রিটেন নাই )।

বি.দ্র: গতবার চূড়ান্ত নিয়োগে পদসংখ্যা বৃদ্ধি করেছিলো। আশা করা যায় এবারও শেষ পর্যন্ত পদসংখ্যা বৃদ্ধি করবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …