পরিসংখ্যান সহকারী এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী কাজ কী? বিবিএসের পরিসংখ্যান সহকারী এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী দুটোই ১৩- গ্রেড,তাহলে পার্থক্য কোথায় এটা অনেকেই জানতে চাচ্ছেন। পরিসংখ্যান সহকারী (এসএ) র পোস্টিং হয় জেলা পরিসংখ্যান অফিসে, কর্মস্থল নিজ জেলা বা আশেপাশের জেলায় হয়ে থাকে।
অপরদিকে জুনিয়র পরিসংখ্যান সহকারী (জেএসএ) র পোস্টিং হয় উপজেলা পরিসংখ্যান অফিসে, কর্মস্থল নিজ জেলায় হওয়ার সম্ভাবনা বেশি। এটি আগে ১৬ গ্রেড ছিল এবং এইচএসসি পাশে নিয়োগ দেওয়া হতো, পরবর্তিতে যোগ্যতা স্নাতক করে ১৩ গ্রেড করেছে।
আগে পরিক্ষা ২ স্টেপে হতো তবে এবার ৩ স্টেপে হওয়ার সম্ভাবনা বেশি। প্রশ্নের ধরন জব সলিউশনে পাবেন।