Breaking News

পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২২ – এস আই সার্জেন্ট নিয়োগ

পুলিশ সার্জেন্ট নিয়োগের অনলাইনে আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ ১০:০০ ঘটিকা হতে ২২ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলিসহ অন্যান্য তথ্যাদি নিম্নে উল্লেখ করা হলো।

এস আই এবং সার্জেন্ট নিয়োগে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার সমমান শিক্ষাগত যোগ্যতা লাগে, সার্জেন্ট এর ক্ষেত্রে ড্রাইভিং লার্নার অথবা লাইলেন্স থাকতে হয়।কম্পিউটারের ট্রাবলসুট সম্পর্কে ধারনা থাকলেই হয় আর কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এস আই এ উচ্চতা ৫’৬” এবং সার্জেন্টে ৫’৮” লাগে। ৩৯ ব্যাচ থেকে সিলেবাস পরিবর্তন হওয়ায় পড়াশোনাটা সম্পূর্ণ বিসিএস কেন্দ্রীয় সুতরাং সেই ভাবে পড়াশোনা করতে হবে। আর বিগত সালের প্রশ্ন দেখেন ধারনা পাবেন।

 

পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২২ পিডিএফ ডাউনলোড

পুলিশ সার্জেন্ট আবেদন ফরম ২০২২

পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২২ – এস আই সার্জেন্ট নিয়োগ

Police-Serjeant-copy

Apply Now by Online

 

 

আবেদন লিংক: http://police.teletalk.com.bd

 

১. প্রার্থীর বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা:

১.১ প্রার্থীর বয়স: প্রার্থীর বয়স ২২ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে ১৯ হতে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। উল্লেখ্য যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার নং-০৫.০০.০০০০.১৭০.১১.১৭.২০-১৪৯ তারিখ- ২২.০৯.২২ এর নির্দেশনা অনুযায়ী ২৫ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ যাদের বয়স ২৭ বছর (বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর) অতিক্রান্ত হয়নি তারাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।

১.২ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ১.২.১ অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত;
  • ১.২.২ মোটর সাইকেল চালনায় দক্ষ হতে হবে;
  • ১.২.৩ কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে।

১.৩ জাতীয়তা:

  • প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

১.৪ বৈবাহিক অবস্থা:

  • প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

১.৫ প্রার্থীর শারীরিক মাপ:

উচ্চতা:

  • পুরুষ প্রার্থী কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি বা ১.৭২৭২ মিটার
  • নারী প্রার্থী কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার

বুকের মাপ:

  • পুরুষ প্রার্থী বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২৮ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার

ওজন:

  • পুরুষ ও নারী প্রার্থীর বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।

দৃষ্টিশক্তি:

  • পুরুষ ও নারী প্রার্থীর ৬/৬

২. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলি

 

২.১ প্রথম ধাপ:

২.১.১ http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য আবেদন ফরম পূরণ করতে হবে। উক্ত লিংকে আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে সহায়ক ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেয়া থাকবে। এ ছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে;

২.১.২ অনলাইনে আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ ১০:০০ ঘটিকা হতে ২২ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে;

২.১.৩ আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি USER ID পাবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ) টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে;

২.১.৪ অনলাইন আবেদন ফরমে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে;

২.১.৫ আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;

২.১.৬ প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে;

২.১.৭ অনলাইনে আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনোঅবস্থাতেই গৃহীত হবে না ।

২.২ দ্বিতীয় ধাপ:

প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে;

প্রথম এসএমএস (SMS): SER USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে; Example: SER ABCDEF

  • Reply: “Applicant’s Name”, TK 40 / – will be charged as a service charge for PET of Sergeant Recruitment Application. Your PIN NUMBER is xxxxxxxxxx ( 10 digits). To pay the fee, type SER YES PIN NUMBER & Send to 16222.
  • দ্বিতীয় এসএমএস (SMS) : SER YES PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
    Example: SER YES XXXXXXXXXX
  • Reply: Congrats! “Applicant’s Name”, Your payment has been completed successfully for the application of PET of
    Sergeant Recruitment Examination 2022. USER ID is (ABCDEF) and PASSWORD is (xxxxxxxxxx).

২.৩ হেল্পলাইন:

২.৩.১ যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস (SMS) পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করতে পারবে;

  • ক. USER ID জানা থাকলে SERHELP USER USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
    Example: SER HELP USER ABCDEF
  • খ. PIN NUMBER জানা থাকলে SER HELP PINPIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
  • Example: SER HELP PIN XXXXXXXXXX

২.৩.২ অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ নম্বরে কল করে প্রথমে ৮, অতঃপর ১-এ Press করে এজেন্টের মাধ্যমে এবং প্রয়োজনে অন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর হতে ০১৫০০১২১১২১ নম্বরে সরাসরি কল করে সহযোগিতা নেয়া যাবে।

৩. প্রিলিমিনারি স্ক্রিনিং

৩.১ অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে;

৩.২ প্রিলিমিনারি স্ক্রিনিং-এ উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে Physical Endurance Test (PET)-এর জন্য নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময় এসএমএস (SMS)-এর মাধ্যমে পরবর্তীতে অবহিত করা হবে।

৪. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহকরণ

৪.১ প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত USER ID, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য
তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test (PET) ডাউনলোড করে ০২ (দুই) কপি প্রিন্ট করতে হবে;

৪.২ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের ০২ (দুই) কপি সঙ্গে আনতে হবে।

৫. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা

  • ৫.১ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়ে Physical Endurance Test (PET) এর ৭টি ইভেন্ট, যথা-দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং-এ অংশগ্রহণ করতে হবে। PET সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে YouTube-এ Bangladesh Police Official Channel, Bangladesh Police Verified Facebook Page 4 Bangladesh Police Website (www.police. gov.bd)-এ Physical Endurance Test সংক্রান্ত একটি “ভিডিও” আপলোড করা হয়েছে।
  • ৫.২ প্রার্থীগণকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে-
  • ৫.২.১ Admit Card for Physical Endurance Test (PET)-এর ০২ (দুই) কপি;
  • ৫.২.২ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি;
  • ৫.২.৩ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি;
  • ৫.২.৪ জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি;
  • ৫.২.৫ অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র ও পিতা-মাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র;
  • ৫.২.৬ প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি);
  • ৫.২.৭ সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
  • ৫.২.৮ বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নামে জারীকৃত গেজেটের মূল কপি;
  • ৫.২.৯ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি;
  • ৫.২.১০ MS Office, Web Browsing এবং Troubleshooting-এর উপর ন্যূনতম ৩ (তিন) সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্রের মূল কপি;
  • ৫.২.১১ সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র ।

৬. লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলি

৬.১ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে;

৬.২ প্রথম ধাপ

  • ৬.২.১ http://police.teletalk.com.bd লিংকে প্রার্থীকে তার ব্যবহৃত USER ID এবং PASSWORD দিয়ে লগইন করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে;
  • ৬.২.২ উক্ত আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে পরীক্ষা ফি ও চার্জ বাবদ ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে;
  • ৬.২.৩ অনলাইন আবেদন ফরমে পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;
  • ৬.২.৪ প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে;
  • ৬.২.৫ উক্ত আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না ।

৬.৩ দ্বিতীয় ধাপ

৬.৩.১ প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে;

  • প্রথম এসএমএস (SMS) : SER USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে; Example : SER LMNOPQ
    Reply: “Applicant’s Name”, TK 550 / – will be charged as an application fee with the charge for Sergeant Recruitment
    Application. Your PIN NUMBER is xxxxxxxxxx ( 10 digits). To pay the fee, type SER YES PIN NUMBER &
    Send to 16222.
  • দ্বিতীয় এসএমএস (SMS): SERYESPIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
  • Example: SER YES XXXXXXXXXX
  • Reply: Congrats! “Applicant’s Name”, Your payment has been completed successfully for the application for the Sergeant Recruitment Examination 2022. USER ID is (LMNOPQ) and PASSWORD is (xxxxxxxxxx ).

৬.৩.২ পরীক্ষার ফি ও চার্জ জমা প্রদানপূর্বক প্রার্থীদের অনলাইন হতে লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

৭. লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহকরণ

৭.১ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test-এ উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্যাদি সংবলিত Admit Card for Sergeant Recruitment Examination 2022 ডাউনলোডকরত ০১
(এক) কপি প্রিন্ট করতে হবে;

৭.২ লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই উক্ত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে;
৭.৩ লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীকালে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে।

৮. লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা:

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা নিম্নোক্ত ৩ বিষয়ে সর্বমোট ২৫০ নম্বরে অনুষ্ঠিত হবে-

  • ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন – ১০০ নম্বর, ৩ ঘণ্টা
  • সাধারণ জ্ঞান ও গণিত – ১০০ নম্বর, ৩ ঘণ্টা
  • মনস্তত্ত্ব – ৫০ নম্বর, ১ ঘণ্টা

উক্ত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্র সম্পর্কীয় তথ্যাদি পরবর্তীতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (http://www.police. gov.bd)সহ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস (SMS) -এর মাধ্যমে জানানো হবে।

৯. কম্পিউটার দক্ষতা পরীক্ষা:

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষায় (MS Office, Web Browsing And Troubleshooting) অংশগ্রহণ করতে হবে।

১০. বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা

১০.১ লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী ৫০ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীকে USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে;

১০.২ লিখিত ও মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগবিধি মোতাবেক উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।

১১. স্বাস্থ্য পরীক্ষা

  • লিখিত, মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত ফরম দাখিলপূর্বক স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার সংশ্লিষ্ট মেডিক্যাল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় ০১ (এক) বার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না।

১২. মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন

  • সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনান্তে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

১৩. মৌলিক প্রশিক্ষণ

  • সার্জেন্ট হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে ০১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।

১৪. চাকরির সুবিধাদি

  • ১৪.১ জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা তৎসহ অন্যান্য সুবিধাদি
  • ১৪.২ ট্রাফিক ভাতা, বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্প মূল্যে পারিবারিক রেশন সামগ্রী;
  • ১৪.৩ প্রচলিত নিয়মানুযায়ী উচ্চতর পদে পদোন্নতিপ্রাপ্তিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ।

১৫. সাধারণ নির্দেশনাবলি

১৫.১ কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধিকরণসহ পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন;

১৫.২ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো প্রার্থীর নিয়োগ/আবেদন ফরম বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;

১৫.৩ শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদেয় তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুত/চাকরি হতে বরখাস্তকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;

১৫.৪ প্রযোজ্য ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণক হিসেবে দাখিলকৃত কাগজপত্র যাচাইঅন্তে সঠিক পাওয়া না গেলে তাদেরকে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুত/চাকরি হতে বরখাস্তকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের প্রমাণক হিসেবে দাখিলকৃত দলিলাদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল/ভুয়া প্রমাণিত হলে তা পুনর্যাচাইয়ের কোনো আবেদন বিবেচিত হবে না;

১৫.৫ ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত/ভুল কিংবা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন ফরম বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত/নিয়োগকৃত/প্রশিক্ষণরত/চাকরিরত অর্থাৎ যে কোনো পর্যায়ে কোনো প্রার্থী কর্তৃক দাখিলকৃত তথ্য মিথ্যা/ভুল/ত্রুটিপূর্ণ/বিলম্বে প্রাপ্ত তথ্যে প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য/বহিষ্কার/চাকরিচ্যুত/বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;

১৫.৬ কোনো প্রার্থী বাংলাদেশ পুলিশ/অন্য কোনো শৃঙ্খলা বাহিনী/কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত/চাকরিচ্যুত/বরখাস্ত হয়ে থাকলে প্রার্থী বর্ণিত পদে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে;

১৫.৭ নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ পুলিশ বাহিনীর যে কোনো ইউনিটে যে কোনো সময় দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে;

১৫.৮ অনলাইন আবেদন ফরমে প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীর মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, পরীক্ষা সংশ্লিষ্ট এসএমএস (SMS) পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে;

১৫.৯ প্রার্থীদের PET, লিখিত, মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না ।

 

আরও পড়ুন:

কোস্ট ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পিএইচপি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ newstipl com
, পুলিশ অফিস সহায়ক নিয়োগ ২০২২ নিয়োগ কবে প্রকাশ হবে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ 2022, পুলিশ হাসপাতালে নিয়োগ ২০২২, র ্যাব নিয়োগ ২০২২, উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ 2022

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

SI Written Results Published 2022

পুলিশ সাব-ইন্সেপেক্টর শারীরিক সক্ষমতা যাচাই (PET) ফলাফল ২০২৪

পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২৩। পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর সিলেকশন বোর্ড,  বাংলাদেশ পুলিশ। …