অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নরসিংদী এর সম্প্রতি অস্থায়ীভাবে ৩ টি পদে মোট ০৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। পদগুলোর জন্য আবেদন করা যাবে ২১-১২-২০২২ পর্যন্ত। নব সৃজিত ২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, নরসিংদীতে নিম্ন লিখিত শূণ্যপদে অস্থায়ী ভাবে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাইতেছে।
নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আবেদনের যোগ্যতা: প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে আগামী ২১-১২-২০২২ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-২২-১১-২০২২
প্রার্থীকে নিম্ন লিখিত বিষয় সমূহ উল্লেখ পূর্বক চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা জজ, ১ম
আদালত, নরসিংদী বরাবর নিজ স্বাক্ষরযুক্ত আবেদনপত্র দাখিল করিতে হইবে।
(ক) প্রার্থীর নাম (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা (চ) শিক্ষাগত যোগ্যতা
(ছ) বয়স (জ) জন্ম তারিখ (ঝ) জাতীয়তা (ঞ) জাতীয় পরিচয়পত্রের নম্বর (ট) ধর্ম (ঠ) নিজ জেলা (৬) অভিজ্ঞতা (যদি
থাকে) উল্লেখ করিতে হইবে।
আবেদনপত্র আগামী ২১/১২/২০২২ খ্রি: তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময় ডাকযোগে অথবা
সরাসরি চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা জজ, ১ম আদালত, নরসিংদী বরাবর পৌছাইতে
হইবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হইবে না।
প্রার্থীর বয়স আবেদনপত্র জমা প্রদানের সর্বশেষ তারিখ ১৮-৩০ বৎসরের মধ্যে হইবে। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার
সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে তাদের বয়সসীমা ৩২(বত্রিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা/শহীদ
মুক্তিযোদ্ধার সন্তান/সন্তান এর সন্তানগণের আবেদনপত্রের সহিত মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি (যাহা উপযুক্ত
কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) দাখিল করিতে হইবে। বয়সের ক্ষেত্রে কোন হলফনামা গ্রহণ করা হইবে না ।
আবেদনপত্রের সাথে নিম্ন লিখিত কাগজপত্র সংযুক্ত করিতে হইবে:
(ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, (খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য
তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি, (গ) ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র বা
আর্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সাদের সভাবিত অনুলিপি, (ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সদনের
সত্যায়িত অনুলিপি, (ঙ) প্রার্থীর নাম ঠিকানা সহ ১০ (দশ) টাকার ডাক টিকেট সম্বলিত ৯.৫ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি মাপের
একটি ফেরত খাম।
চাকুরীরত প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে।
মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কাগজপত্রের মূল সনদ দাখিল করিতে হইবে
নিয়োগ ও কোটা সংক্রান্ত সরকারি যাবতীয় বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথ ভাবে অনুসরণ করা হইবে।
খামের উপর অবশ্যই মোটা অক্ষরে পদের নাম ও নিজ জেলা উল্লেখ করিতে হইবে ।
ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নামসহ সীল ব্যবহার করিতে হইবে ।
অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে।
১১ । উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হইবে ।