BBS Admit Card 2022 – bbs.teletalk.com.bd published today. Bangladesh Bureau of Statistics (BBS) Recruitment Exam Admit Card Released for Various Posts. Publication of Bangladesh Bureau of Statistics (BBS) recruitment examination schedule for various posts for direct recruitment against the below-mentioned vacant posts under the revenue sector of Bangladesh Bureau of Statistics.
Admit Card Available for the post of Statistical Assistant, Junior Statistical Assistant, Numerologist, Enumerator, Editing and Coding Assistant, Accountant, Cashier, Cashier-cum-UDA, Assistant-Numista-cum-Computer, Junior Numerologist, Data Entry/Control Operator, Dual Data Operator, Computer Numerologist, Office Assistant Come computer cashier, driver, machine-man, chainman, office assistant, loader.
bbs exam date and Seat Plan 2022
BBS Admit Card 2022 – bbs.teletalk.com.bd
BBS Admit Card download link:
পরীক্ষার্থীদের জ্ঞাতব্য ও পালনীয় বিষয়াদি
১. বাছাই (প্রযোজ্য ক্ষেত্রে), লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য এ প্রবেশ পত্রটি অবশ্যই সাথে আনতে হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোন প্রবেশপত্র প্রদান করা হবে না;
২. বাছাই/লিখিত পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে প্রার্থীকে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না। পরীক্ষা শুরুর পর কোন পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীকে অবশ্যই তার নির্ধারিত আসনে বসতে হবে;
৩.পরীক্ষার্থীকে অবশ্যই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
৪. সরবরাহকৃত উত্তরপত্র/খাতার মধ্যেই লেখা সম্পন্ন করতে হবে। অতিরিক্ত কোন খাতা বা কাগজ সরবরাহ করা হবে না এবং ব্যবহৃত প্রশ্নপত্র খাতার সাথে অবশ্যই জমা প্রদান করতে হবে;
৫. পরীক্ষার কক্ষে মোবাইল ফোন, ঘড়ি, ইলেক্ট্রনিক ডিভাইজ, বই-পুস্তক, ক্যালকুলেটর, ব্যাগ ইত্যাদি আনা যাবে না। কোন প্রকার অসদাচরণ অথবা অসদুপায় অবলম্বন করলে প্রার্থীর উত্তরপত্র বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
৬. হাজিরা তালিকার স্বাক্ষরের সাথে প্রার্থীর আবেদনপত্রের স্বাক্ষরের মিল থাকতে হবে;
৭. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ,
- জাতীয় পরিচয়পত্রের মূল কপি,
- ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি,
- নিজ জেলার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর সনদ/প্রত্যয়ন পত্রের মূল কপি এবং
- কোটার প্রার্থীদের সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র/প্রত্যয়নপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক সকল সনদ/প্রত্যয়নপত্রের ১ সেট ফটোকপি দাখিল করতে হবে;
৮. পরীক্ষার তারিখ, সময় এবং ভেন্যু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট (www.bbs.gov.bd) এবং প্রার্থীদের মোবাইলে টেলিটক বাংলাদেশ লি. মাধ্যমে SMS এর মাধ্যমে জানানো হবে। আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরটি সবসময় একটিভ রাখার অনুরোধ করা হলো।
৯. বাছাই/লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার টি,এ/ডি,এ প্রদান করা হবে না;
১০. পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি এবং ফলাফল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট (www.bbs.gov.bd) এ প্রকাশ করা হবে;
১২. কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণ/পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
2022 Bangladesh Bureau of Statistics, All Rights Reserved.
BBS Job Circular 2022 – bbs.teletalk.com.bd apply