ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ। মৌখিক পরীক্ষার তারিখঃ ২৬ নভেম্বর ২০২২ তারিখ থেকে ০৮ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। একই সূত্রে প্রতিস্থাপিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড (ডিএপিএফসিএল), রাঙ্গাদিয়া, চট্টগ্রাম-এর ১৪ ক্যাটেগরির পদে গত ১০/১১/ 2022 খ্রি. এবং 11/11/2022 খ্রি.-এ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় নিম্নোক্ত রোল নাম্বারধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। ডিএপিএফসিএল, রাঙ্গাদিয়া, আনোয়ারা, চট্টগ্রাম-এর প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি ২০২২
বি.দ্র.: নিম্নবর্ণিত শর্তাবলি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে:
(ক) প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, সংশ্লিষ্ট পদের জন্য চাহিত প্রশিক্ষণের সনদ বা অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে;
(খ) সরকারি বা স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি দাখিল করতে হবে;
(গ) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপিসহ মুক্তিযোদ্ধার সনদের মূলকপি প্রদর্শন করতে হবে;
(ঘ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে;
(ঙ) পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে যথাস্থানে উপস্থিত থাকতে হবে;
(চ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।