BADC Results 2022 – বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পরীক্ষার ফলাফল

Computer Typing held on 19 November 2022 for the post of Office Assistant cum Computer Operator based on the recruitment circular issued as per Memorandum No. 12.06.0000.204, 11, 031.20.373 dated 23 November 2021 of Bangladesh Agricultural Development Corporation (BADC) Recruitment and Welfare Department ( Bengali and English) Candidates having the following roll number from the candidates appearing in the practical test are selected to appear in the oral test.

BADC Results Computer Test 2022

৩। নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী বিএডিসি, কৃষি ভবন, ৪৯-৫১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকায় অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কৃষি ভবনের সম্মেলন কক্ষে (৩য় তলা) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

৪। নির্বাচিত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, নিজ এলাকার সিটি কর্পোরেশন কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র/প্রশাসক কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/স্থায়ী নিবাস সংক্রান্ত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রসহ আবেদনে উল্লিখিত সকল তথ্যের সপক্ষে মূল কপি প্রদর্শন করতে হবে এবং উল্লিখিত সকল পত্রের এক সেট সত্যায়িত অনুলিপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি (রঙ্গিন) ও ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি মৌখিক পরীক্ষার দিন আবশ্যিকভাবে জমা প্রদান করতে হবে।
৫। বিএডিসি’র ওয়েবসাইটে (www.badc.gov.bd) এ বিজ্ঞপ্তি দেখা যাবে।

 

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর পরীক্ষার ফলাফল প্রকাশ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর নিয়োগ ও কল্যাণ বিভাগের ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের স্মারক নং ১২.06.0000.204,11,031,2০.৬৩৭, ২৩ নভেম্বর ২০২১ তারিখের স্মারক নং ১২.০৬.০০০০.208.11.031, ২০.৩৭৩ এবং ৩০ মার্চ ২০২২ তারিখের স্মারক নং ১২.০৬.০০00,204,11,034,21.195 মোতাবেক জারীকৃত নিয়োপ
বিজ্ঞপ্তিসমূহের ভিত্তিতে চিকিৎসক, উচ্চতর গুদামরক্ষক, সার্ভেয়ার এবং মেকানিক পদে নিয়োগের নিমিত্ত নিম্নলিখিত রোল নম্বরধারী প্রার্থীদেরকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হলো।

BADC Results 2022 – বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পরীক্ষার ফলাফল

নির্বাচিত প্রার্থীদের নামে আগামী ২১ নভেম্বর ২০২২ তারিখে ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। নিয়োগপত্রে
উল্লিখিত শর্ত প্রতিপালন করে আগামী ১১ ডিসেম্বর ২০২২ থেকে ১৩ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে নির্বাচিত প্রার্থীদেরকে আবশ্যিকভাবে সচিব, বিএডিসি বরাবর যোগদান করতে হবে। কোনো প্রার্থী নিয়োগপত্র না পেলে তাকে আগামী ১১ ডিসেম্বর ২০২২ তারিখ বিএডিসির নিয়োগ ও কল্যাণ বিভাগে যোগাযোগ করতে হবে। বিএডিসি’র ওয়েবসাইটেও (www.badc.gov.bd) এ বিজ্ঞপ্তি দেখা যাবে।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …