কক্সবাজার অতিরিক্ত জেলা জজ ২য় আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

কক্সবাজার অতিরিক্ত জেলা জজ, ২য় আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজার-এ নবসৃজিত চারটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতসহ জজশীপের অন্যান্য আদালতের জন্য নিম্নবর্ণিত শুন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্ত সাপেক্ষে উল্লিখিত পদের বিপরীতে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।

 

কক্সবাজার অতিরিক্ত জেলা জজ ২য় আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

কক্সবাজার অতিরিক্ত জেলা জজ ২য় আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কক্সবাজার অতিরিক্ত জেলা জজ ২য় নিয়োগের শর্তাবলী:

১. ‘চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২য় আদালত, কক্সবাজার” বরাবর প্রার্থীর স্বহস্তে সাদা কাগজে লিখিত আবেদনপত্রে প্রার্থীর-

  • (ক) নিজ নাম,
  • (খ) পিতা/স্বামীর নাম,
  • (গ) মাতার নাম,
  • (ঘ) স্থায়ী ঠিকানা,
  • (ঙ) বর্তমান ঠিকানা,
  • (চ) জন্ম তারিখ,
  • (ছ) ২৫/০৩/২০২০খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স,
  • (জ) জাতীয়তা,
  • (ঝ) ধর্ম,
  • (ঞ) নিজ জেলার নাম,
  • (ট) শিক্ষাগত যোগ্যতা,
  • (ঠ) অভিজ্ঞতা (যদি থাকে),
  • (ড) জাতীয় পরিচয়পত্র নম্বর ইত্যাদি উল্লেখ পূর্বক

আগামী ২৮/১১/২০২২খ্রিঃ তারিখ অফিস সময়ের মধ্যে

চেয়ারম্যান,

  • নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ,
  • ২য় আদালত, কক্সবাজার”
  • এর ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।

২. জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিগত ২২/০৯/২০২২খ্রিঃ তারিখের স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৭২০-১৪৯ অনুযায়ী ২৫/০৩/২০২০খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে, প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে তার বয়স ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য (সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষরিত প্রত্যয়নপত্রসহ দাখিল করতে হবে)। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৩. চাকুরীরত প্রার্থীকে স্বীয় উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে।

৪. আবেদপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবেঃ

  • ক) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ০৩ কপি রঙিন ছবি।
  • খ) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ স্বরূপ সনদপত্র সমূহের সত্যায়িত ফটোকপি।
  • গ) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
  • ঘ) প্রার্থীর স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর প্রদত্ত জাতীয়তা সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
  • ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

৫. চুড়ান্ত নির্বাচনী পরীক্ষার সময়ে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সমূহ প্রদর্শন করতে হবে।

৬. আবেদনপত্রের খামের উপর স্পষ্টাক্ষরে পদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে।

৭. ৯.৫ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি সাইজের অপর একটি খামের উপর প্রাপক অংশে প্রার্থীর নাম ঠিকানা লিপিবদ্ধ করে ১০/- টাকার অব্যবহৃত ডাকটিকেট আঠা দ্বারা সংযুক্ত করে খামটি আবেদনপত্রের সংগে সংযুক্ত করে দিতে হবে।

৮. পরীক্ষার ফি বাবদ ছকে বর্ণিত ০১,০২, ০৩ ও ০৪ নং ক্রমিকের পদের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং ০৫, ০৬ ও ০৭ নং ক্রমিকের পদের জন্য ১০০/- (একশত) টাকা সোনালী ব্যাংক লিমিটেড-এর ট্রেজারী চালানের মাধ্যমে ১-২১৪১-০০০০-২০৩১ নম্বর কোডে জমা প্রদান করতঃ চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

৯. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীদের ডাকযোগে প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে।

১০. সরকার কর্তৃক জারীকৃত সকল বিধি-বিধান অনুসরণসহ সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে।

১১. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

১২. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত সকল আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …