বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ। নির্বাচিতঃ ২২ জন। বিঅরডিবি’র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তা পদে নিয়োগের লক্ষ্যে গত ২১ অক্টোবর ২০২২ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৮২ (একশত বিরাশি) জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ৩১ অক্টোবর ২০২২ তারিখ হতে ০৬ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে নিম্নবর্ণিত রোল নম্বরধারী ২২ (বাইশ) জন প্রার্থীকে বিআরডিবি’র রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে চূড়ান্ত ফলাফল মেধাক্রম অনুযায়ী প্রকাশ করা হলো।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের চূড়ান্ত ফলাফল ২০২২
প্রার্থীদেরকে আগামী ২১ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে বিআরডিবি সদর দপ্তর, ৫ কাওরান বাজার, ঢাকায় মহাপরিচালক, বিআরডিবি বরাবর ০৩ (তিন) কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবিসহ পুলিশ ভেরিফিকেশন ফর্ম ০৪ (চার) কপি যথাযথভাবে পূরণপূর্বক দাখিলের জন্য অনুরোধ করা হলো।