বন অধিদপ্তেরের ফরেস্ট গার্ড পদে বাতিলকৃত আবেদনকারীদের তালিকা ২০২২। এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফরেন্ট গার্ড পদে জনবল নিয়োগের ক্ষেত্রে বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯ -তে উচ্চতা ১৬৩ সে.মি. ও বুকের মাপ ৭৬ সে.মি. নির্ধারণ করা আছে। ফরেন্ট পার্ল্ড পদে জনবল নিয়োগের জন্য এ দপ্তর হতে পত্র নং-22.01.0000.201.05.090.22.1475 তারিখ: ৩১/৮/ 2022 মূলে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অনলাইনে যে সব আবেদনকারীগণ তাদের উচ্চতা ও বুকের মাপ নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী MKS পদ্ধতিতে সঠিকভাবে আবেদনে উল্লেখ করেন নি ও যারা উক্ত তথ্য পুরণ করেন নি তাদের ক্ষেত্রে গত 12/10/2022 তারিখে অনুষ্ঠিত জনবল নিয়োগ সংক্রান্ত কমিটির সভায় সেসব প্রার্থীর আবেদন বাতিল হিসেবে গণ্য করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিধায় নিয়ে বর্ণিত PCode/ Roll রোল নম্বরধারী আবেদনকারীদের আবেদন এতদ্বারা বাতিল করা হলো। তাদের নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রবেশ পত্র টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ইস্যু করা হবে না।
বন অধিদপ্তেরের ফরেস্ট গার্ড পদে বাতিলকৃত আবেদনকারীদের তালিকা ২০২২।