কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজ কি? কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এর বেতন? কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার প্রশ্ন? কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট গেজেট কমিউনিটি ক্লিনিক প্রকল্প? কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ৪র্থ এইচপিএনএসপি অন্তর্ভুক্ত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্লানের আওতায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১, বাজেট শাখা-৪ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্লানের মেয়াদকালীন সময় পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের জন্য উল্লেখিত সুবিধা ও শর্ত সাপেক্ষে।
আরও পড়ুন:
- Community Clinic Viva Date 2022
- Community Clinic CHCP Results 2022
- Community Clinic CHCP Question Solution 2022
- CHCP – সিএইচসিপি ভাইভা পরীক্ষার পরামর্শ ও প্রস্তুতি
- cbhc admit card 2022 – cbhc.teletalk.com.bd
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কি সরকারি? এক কথায় এটি একটি প্রকল্প এবং এটি সরকারি চাকুরি নয়।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার একটি ট্রাস্টের/প্রকল্পের অধীনে চাকুরি। প্রকল্পে যারা কাজ করে তারা কিন্তু প্রকল্প হিসেবেই সেখানে কাজ করে। প্রকল্পে কর্মরত যারা, তাদেরকে সরকারি চাকরি দেয়া কোনো সুযোগ নেই।
চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। তারা ট্রেনিং পেয়েছে, অনেক বেসরকারি হাসপাতাল হচ্ছে সেখানে চাকরির সুযোগ পাবে। আমরা নতুন লোককে কাজ দেব। কিন্তু এ প্রকল্প চলমান আছে, চলমান থাকবে। এটা কমিউনিটির স্থানীয় লোকজনই রক্ষণাবেক্ষণ করে। তাদেরই অধিকার এটা রক্ষা করা। আমরা তাদেরকে সবধরনের সহযোগিতা দেই।