বহুল প্রতিক্ষীত প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সবার অপেক্ষার অবসান হচ্ছে
শিক্ষক নিয়োগ নিয়ে মামলা চলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে।ফলে প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।প্রাথমিক শিক্ষকের অভাবে যাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়,সে জন্য সংসদীয় কমিটি বিষয়টি এ্যাটর্নি জেনারেলের মাধ্যমে উচ্চ আদালতের দৃষ্টিতে আনয়ন সাপেক্ষে আদালতের নির্দেশনা গ্রহণের মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম আগামী মাস থেকে চালু রাখতে মন্ত্রণালয়কে পদক্ষেক গ্রহণের সুপারিশ করেছে।
এবার অপেক্ষা নিয়োগ এর
আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক এ সুপারিশ করা হয়।
বৈঠকে ‘ডঋচ’ এর অর্থায়নে স্কুল ফিডিং কর্মসূচী নিয়ে আলোচনা হয় এবং ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়ে আকৃষ্ট করতে এ প্রকল্প চালু রাখতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি সারা দেশের সকল বিদ্যালয়ে এ কর্মসূচী চালু করার জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।বৈঠকে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কে আলোচনা হয়।
২৩তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন,কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান,সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন,সামশুল হক চৌধুরী,মোঃ নজরুল ইসলাম বাবু ,আলী আজম,মোহাম্মদ ইলিয়াস,উম্মে রাজিয়া কাজল প্রমুখ।