খুলনা ইউনিয়ন সচিব পরীক্ষার সময়সূচি – khulna Union Parishad Secretary exam date 2022

khulna Union Parishad Secretary exam date 2022 – খুলনা ইউনিয়ন সচিব পরীক্ষার সময়সূচি প্রকাশ। ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ পরীক্ষা-২০২২। পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮/১১/২০২২ খ্রিঃ ও সকাল ১০.০০ – ১১.৩০ মি।

খুলনা ইউনিয়ন সচিব পরীক্ষার সময়সূচি – khulna Union Parishad Secretary exam date 2022

Union-socib-exam-date-1-copy

 

খুলনা জেলা প্রশাসন ইতিমধ্যে চিঠি পাঠানো শুরু করেছে । আপনি আপনার চিঠিতে দেওয়া ডাকঘরে খোঁজ নিন।

খুলনা ইউনিয়ন সচিব পরীক্ষার তথ্য:

  • রোল:
  • প্রার্থীর নাম:
  • মাতার নাম:
  • পিতার নাম:
  • নিজ জেলা:
  • পরীক্ষার তারিখ: ১৮/১১/২০২২ খ্রিঃ
  • সময়: সকাল ১০.০০ – ১১.৩০ মি।
  • পরীক্ষা কেন্দ্র: এডমিট দেখুন।
  • ফলাফল প্রকাশ: ১৮/১১/২০২২ খ্রিঃ বিকাল ৫ টার পরে (সম্ভাব্য)

খুলনা ইউনিয়ন সচিব পরীক্ষার শর্তাবলী :

১. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে।

২. লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত উত্তরপত্র কেন্দ্র হতে সরবরাহ করা হবে। কোন অতিরিক্ত উত্তরপত্র সরবরাহ করা হবে না।

৩. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না।

৪. লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় মূল প্রবেশ পত্র, কলম ও জ্যামিতি বক্স ব্যতীত অন্য কোন কিছু (মোবাইল ফোন/ক্যালকুলেটর ব্যবহার বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস) সঙ্গে রাখা যাবে না।

৫. উত্তরপত্রের ভিতরে ও বাইরে নির্ধারিত স্থান ব্যতীত পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোন সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয়/ আপত্তিকর কোন কিছু লেখা যাবে না।

৬. প্রদত্ত উত্তরপত্র ছাড়া প্রশ্ন পত্রে, টেবিলে, স্কেলে, নিজ দেহে বা অন্য কোথাও পরীক্ষার্থী কোন কিছু লিখতে পারবে না।

৭. লিখিত পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না। তবে অনিবার্য কারণবশত কক্ষ পরিত্যাগ করতে হলে প্রশ্নপত্র ও উত্তরপত্র কর্তব্যরত কক্ষ পরিদর্শক এর নিকট জমা দিয়ে পরীক্ষা কক্ষ ত্যাগ করতে হবে।

৮. পরীক্ষার্থীকে হাজিরা শিটে অবশ্যই স্বাক্ষর করতে হবে। অন্যথায় অনুপস্থিত বলে গণ্য করা হবে।

৯. পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কর্তব্যরত কক্ষ পরিদর্শক এর নিকট জমা দিয়ে পরীক্ষা কক্ষ ত্যাগ করতে হবে।

১০. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ১৮-১১-২২ তারিখ বিকাল ৫.০০ টায় (সম্ভাব্য) জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা ও খুলনা জিলা স্কুলের নোটিশ বোর্ডে এবং জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার ওয়েবসাইটে (www.khulna.gov.bd) প্রকাশ করা হবে।

১১.লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সাথে জানিয়ে দেয়া হবে।

১২. পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার ভ্রমন/দৈনিক ভাতা প্রদান করা হবে না।

১৩. নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …