পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের আওতায় সম্পুর্ন অস্থায়ী ভিত্তিতে (৩০ জুন/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত) সময়কালে Paid Peer Volunteer নিয়োগ প্রদানের জন্য দিনাজপুর জেলার কাহারোল উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়ন সমুহের নির্ধারিত ইউনিটের নির্ধারিত গ্রাম/পাড়া/মহল্লার স্থায়ী বাসিন্দা এর নিকট হতে শর্তসাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
দিনাজপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
১। আগামী ১৭/১১/২০২২খ্রিঃ তারিখের মধ্যে (ছুটির দিন ব্যতীত) সকাল ১০.০০টা থেকে বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), উপজেলা পরিবারপরিকল্পনা কার্যালয়, কাহারোল, দিনাজপুর বরাবরে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কাহারোল হতে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র সরাসরি মুখ বন্ধ থামে (৫ x ১১) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কাহারোল দিনাজপুর এ জমা দিতে হবে। খামের উপরে পদের নাম,ইউনিট ও ওয়ার্ড সুস্পষ্টভাবে লিখতে হবে।
২। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ আবেদনপত্র সমুহ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৩। প্রার্থীর বয়সসীমা ০৮/১১/২০২২খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠার) এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এভিডেভিট গ্রহণযোগ্য নয়।
৪। দিনাজপুর উপজেলা পরিবার পরিকল্পনা যোগ্যতা:
- ক. কর্ম এলাকার (ইউনিয়নের) স্থায়ী বাসিন্দা এবং বিবাহিত মহিলা।
- ঘ. নুন্যতম এস.এস.সি পাশ।
- গ. শারিরীক ও মানসিক ভাবে সু স্বাস্থ্যের অধিকারী হতে হবে। (যোগদানের সময় নিজস্ব ব্যবস্থাপনায় মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে)।
- ঘ. সমাজ কল্যাণ মুলক কাজে আগ্রহী হতে হবে।
- ঙ. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পুষ্টি সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে।
- চ. সন্তুষ্ট LARC & PM করা গ্রহিতাদের অগ্রাধিকার দেওয়া হবে।
- চ. মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সকল সনদ পত্র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রকৃত মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের সনদপত্র।
- ছ. ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
৫। আবেদন পত্র যাচাই বাছাই এর পর সঠিক আবেদনকারীদের নামের তালিকা ২৩/১১/২০২২খ্রিঃ তারিখে উপজেলা পরিষদ ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙ্গানো হবে এবং সেইসাথে পরীক্ষার তারিখ ও স্থান জানানো হবে। বৈধ প্রার্থীদের উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হতে সদস্য সচিব স্বাক্ষরিত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
৬। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও উপজেলা পরিষদের নোটিশ বোর্ডে টাঙ্গানো হবে।
৭। উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণে অবশ্যই অংশ গ্রহন করতে হবে।
৮। দিনাজপুর উপজেলা পরিবার পরিকল্পনা আবেদনের সাথে যা দাখিল করতে হবেঃ
- ক. শিক্ষাগত যোগ্যতার (মাধ্যমিক / সমমানের) সনদপত্রের সত্যায়িত অনুলিপি ।
- ঘ. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত ছবি।
- গ. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নিকট হতে গৃহীত নাগরিকত্ব সনদপত্র। (স্থায়ী বাসিন্দার সনদ পত্রে বিজ্ঞাপিত কোন গ্রাম / পাড়া/ মহল্লার স্থায়ী বাসিন্দা সুস্পষ্ট ভাবে অবশ্যই উল্লেখ করতে হবে। এক্ষেত্রে কোন প্রকার ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে এবং নিয়োগ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত)।
- ঘ. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি ।
- ঙ. অভিজ্ঞতার সনদ পত্র (যদি থাকে)।
- ছ. দুই সন্তানের অধিক সন্তান বিশিষ্ট সম্পতি অযোগ্য হিসাবে বিবেচিত হবে।
- জ. মুক্তিযোদ্ধার পোষ্যদের সবোর্চ্চ অগ্রাধিকার প্রদান করা হবে।
- ঝ. ভবিষ্যতে তথ্যের গরমিল পাওয়া গেলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
৯। মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের সময় প্রার্থীদের সকল সনদ পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।
১০। প্রতিটি ইউনিটের বিপরীতে একজন করে অতিরিক্ত Paid Peer Volunteer অপেক্ষমান তালিকায় রাখা হবে। Paid Peer Volunteer নিয়োগের পর কোন কারনে উক্ত প্রার্থী প্রশিক্ষণ গ্রহনে ব্যর্থ হলে, পদত্যাগ করলে, অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার নিয়োগ আদেশ বাতিল পূর্বক অপেক্ষমান তালিকা হতে উক্ত শুন্য পদ পুরণ করা হবে।
১১। কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন, সংশোধন ও পরিমার্জন এবং কোন প্রকার কারন দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
দিনাজপুর উপজেলা পরিবার পরিকল্পনা কাজের বিবরণঃ
- ক. সংশ্লিষ্ট ইউনিটের/কর্ম এলাকার বাড়ি পরিদর্শন, কাউন্সেলিং/ মোটিভেশন প্রদান।
- খ. স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি গ্রহণ ইচ্ছুকদের নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রেফার করা
- গ. নব বিবাহিত দম্পতিদের তথ্য সংগ্রহ ও পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে কাউন্সেলিং ।
- ঘ. স্থায়ী ও দীর্ঘ মেয়াদী গ্রহিতাদের নিয়মিত ফলোআপ জটিলতার জন্য চিকিৎসকের নিকট প্রেরন ।
ও. গর্ভবর্তীদের তালিকা সংগ্রহ, হালনাগাত করা, গর্ভকালীন সেবার জন্য রেফার এবং প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার পদ্ধতির জন্য উদ্বুদ্ধ করা। - চ. কর্ম এলাকায় পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীর সমন্বয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত করা।
- ছ. ইউনিয়ন পর্যায়ে পাক্ষিক ও মাসিক সভায় অংশ গ্রহন করা ।
- জ. নির্দিষ্ট ছকে সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক / পরিবার কল্যাণ সহকারীর নিকট রিপোর্ট প্রদান করা।
- ঝ. নির্ধারিত কর্ম এলাকায় সপ্তাহে ৬ (ছয়) দিন ফিল্ড ভিজিট ও প্রতিদিন ১৫-২০টি যুব দম্পতিদের কাউন্সেলিং করা মাসে সবোর্চ্চ ২৫-২৬ দিন ফিল্ড ভিজিট/ ক্লায়েন্ট রেফার করা।
- ঞ. প্রতি মাসে ১ দিন ১৫-২০ জোড়া দম্পতিদের উঠান বৈঠক করতে হবে এবং হাজিরা নিতে হবে।
ট. বাড়ী পরিদর্শনের দিন ব্যতিরেকে যে কোন দিন ক্লায়েন্ট রেফার করবেন এবং বিধি মোতাবেক রেফারেল ফি প্রাপ্ত হবেন।